ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’এই ¯সলোগান নিয়ে ঝালকাঠির রাজাপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ বৃহাস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ এর উদ্ধোধনী অনুষ্ঠান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমোক্তার হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। মেরিন ফিশারিজ অফিসার মোঃ মাহামুদুল হাসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা
ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,সহকারি কমিশনার ভুমি অনুজা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা মোঃমোজাম্মেল হক,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু,বীর মুক্তিযোদ্ধা শহ-জাহান মোল্লা সহ মৎসজিবী মোঃ শহিদ শরিফ প্রমুখ।
জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২২ উপলক্ষে রাজাপুর উপজেলা মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচী গ্রহন করেছেন