সাতক্ষীরার শ্যামনগরে টেপা মাছ খেয়ে মতিয়ার রহমান খোকন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই কারণে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন ওই পরিবারের আরও পাঁচজন ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বংশীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মতিয়ার রহমান খোকন বংশীপুর গ্রামের মৃত আনছার আলী গাইনের ছেলে।
এছাড়া অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন, মতিয়ারের ছেলে সাগর হোসেন (২৫), তার স্ত্রী সিলমি (২০), মেয়ে মমতাজ খাতুন (৩০) ও তার শিশু ছেলে শাহীন (২) ও মেয়ে জিম আক্তার রোজা (৫)।
মতিয়ার রহমান খোকনের নজরুল জানান, আমি আমার ছেলে মেয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসি। আজ সকালে আমার শ্বশুর বংশীপুর বাজার থেকে টেপা মাছ কিনে নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে রান্না করা টেপা মাছ দিয়ে আমার শ্বশুর পরিবারের সদস্যরা একত্রে ভাত খান। বিকেলের দিকে তারা অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যার কিছু আগে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এসময় অবস্থার অবনতি হলে চিকিৎসকরা অসুস্থ ৫ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সাতক্ষীরা মেডিকেলে আসার পথে মতিয়ার রহমানের মৃত্যু হয়। এছাড়া অন্যান্যদের অবস্থাও সংকটাপন্ন বলে তিনি দাবি করেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের ডাক্তার ডা. শাহরিয়ার আল মেহেদী জানান, রোগীর স্বজনদের ভাষ্যমতে তারা বিষাক্ত মাছ খেয়েছে। আলামত দেখে মনে হচ্ছে তারা বিষাক্ত কিছু খেয়েছে। আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি। তবে মতিয়ার রহমান খোকন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।