পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. দুলাল প্যাদা। মামলা সংক্রান্ত বিষয়ে এবং অসুস্থতার কারণে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলার দীর্ঘদিন ঢাকায় অবস্থান করায় ইউনিয়নের জনশুমারী, নতুন ভোটার নিবন্ধন, জন্ম নিবন্ধন প্রভৃতি কাজ স্বাভাবিক রাখার জন্য একজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান মো. দুলাল প্যাদা জানান, মঙ্গলবার (২৪ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব অহেদ মাসুদ। নির্বাচনে ইউনিয়নের নির্বাচিত ১২ জন ইউপি সদস্যের সমন্বয়ে মো. দুলাল প্যাদাকে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান, মো. বাবুল ফকিরকে ২ নম্বর প্যানেল চেয়ারম্যান এবং মোসা. রেখা বেগমকে ৩ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃবৃন্দ, জনসাধারণ, গ্রাম পুলিশ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।