নেত্রকোণায় মোবাইল অপারেটর গ্রামীণফোনের টাওয়ারে আটকে যাওয়া কিশোরকে চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার দুপুর ১২টার দিকে ওই কিশোরকে উদ্ধার করেন।
কিশোর ১৪ বছর বয়সী মোহাম্মদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। শহরের সাতপাই বড়স্টেশন এলাকার মাদ্রাসাতুল আরকান মাদ্রাসায় হাফেজিয়া বিভাগে পড়ে মোহাম্মদ।
দৈনিক বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘মোহাম্মদ বুধবার সকাল ৮টার দিকে বড়স্টেশন এলাকায় গ্রামীণফোনের ওই উঁচু টাওয়ারে ওঠে। পরে নামতে না পেরে সেখানে আটকা পড়ে। এ ঘটনা দেখতে সেখানে মানুষের ভিড় জমে।
‘খবর পেয়ে ছুটে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম, মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ অনেকে। ৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা মোহাম্মদকে রশির সাহায্যে টাওয়ার থেকে নামিয়ে আনেন।’
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা টাওয়ারে আটকে পড়া কিশোরকে নিরাপদে নামিয়ে এনেছি। পরে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’