ঝালকাঠির রাজাপুরে একটি বদ্ধ বাসা থেকে স্বামী- স্ত্রী’র মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের ছেলেসহ আরও তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া চান্দের বাড়ি এলকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার (৪৫) এবং তার স্ত্রী মাহিনুর বেগম (৪০)। এবং আহতরা হলো ফোরকান হাওলাদারের ছেলে মাঈনুল (১৫), ভাইয়ের বউ মাহফুজা আক্তার(৩১), ও ভাতিজি সারা মনি(০৩)।
আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার ছোট ভাই রুবেলের ভবনে বসবাস করতো। ঝড়ের কারণে কয়েক দিন ধরে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শুক্রবার নতুন জেনারেটর কিনে বাড়িতে নিয়ে ভবনের মধ্যেই তা চালিয়ে ভবনে বিদ্যুৎ সরবরাহ চালু করেন। রাতে খাবার খেয়ে ঐ জেনারেটরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন ভবনে থাকা সবাই।
রুবেলের স্ত্রী মাহফুজা বেগম জানান, জেনারেটরের বিদ্যুতের কারণে রাতে এসিতে কয়েক বার ছোট শব্দ হয় এবং ঘরে জেনারেটরের ধোয়া ও গ্যাসের গন্ধ পেয়ে রাতে ঘুম ভেঙে গেলে তিনি বিছানা থেকে উঠতে গিয়েও শরীর ক্লান্ত অনুভব করে উঠতে পারেননি। পরে নিস্তেজ হয়ে পড়েন। তিনি আরও জানান, কয়েক দিনের ঝড়ে বিদ্যুৎ না থাকায় গতকাল নতুন একটি পেট্রোল চালিত জেনারেটর কিনে আনা হয় এবং তা দিয়ে এসিসহ ঘরের সব কিছু চালানো হয়। এসিও কয়েকদিন আগে বসানো হয়েছে। শনিবার সকালে তাদের কোন সারা শব্দ না পেয়ে স্থানীয়দের নিয়ে নিহতের বড়ভাই সেলিম হাওলাদার বেলা ১১ টার দিকে জানালার গøাস ও গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ফোরকান হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগম মারা যায়। আহতদের অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী,পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্তব্যরত চিকিৎসক ডাঃ আমির সোহেল বলেন,আজ দুপুর ১ টার সময় তিন জন রোগী আসেন জরুরী বিভাগে। পরিক্ষা নিরিক্ষা করে দেখা গেছে তাদের শাররিক অবস্থা স্বাভাবিক ছিলো। তাদেরকে আমরা স্বাস্থ্য কেন্দ্রে পর্যেবেক্ষণে রাখি কিন্তু তারা এখান থেকে চিকিৎসা নেয়ার কথা বলে বলিশালে চলে যান।
সিনিয়র সহকারি পুলিশ সুপার(রাজাপুর সার্কেল) মো ঃ মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘনটাস্থলে এসে আমরা দুই জনের মরদেহ দেখতে পাই। এবং আহত তিন জনকে তাদের স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেছেন। আমরা প্রাথমিক ভাবে ধারণা করতেছি যে এসি বা অন্য কোনো গ্যাসের বিষত্রিæয়ার কারনে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্তে মৃত্যুর সঠিক কারন বেড়িয়ে আসবে।