চট্টগ্রাম থেকেঃ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক কারারক্ষীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি করোনার লক্ষণ নিয়ে ২৪ মে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর তাকে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ১৪ জন কারারক্ষী হোম কোয়ারেন্টাইনে গেছেন।চট্টগ্রাম কারাগারের এক কর্মকর্তা বলেন, ২৮ বছর বয়সী ওই কারারক্ষীর শরীরে জ্বর ছিল। আমরা তাকে ২৪ তারিখ হাসপাতালে ভর্তি করাই। ওই দিনই তার শরীর থেকে নমূনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার (২৬ মে) চমেক ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসায় তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন তার শরীরে কোন লক্ষণ নেই। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবে।