বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বাহাউদ্দীন জাকারিয়াকে সংবর্ধনা দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিয়েছে ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার বিকেলে মটোরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে বরণ করে নেয় নেতাকর্মীরা। এরপরে উপজেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের ডাক বাংলো মোড়স্থ দলীয় কার্যলয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সঞ্জীব বিশ^াস ,রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ,সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খাঁন লিটন,উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু, সাধারণ সম্পাদক ফয়সাল মৃধাসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাহাউদ্দীন জাকারিয়া রাজাপুর উপজেলা সদরের ডাক বাংলো সংলগ্ন মৃধা বাড়ীর মৃত আব্দুল হাকিম মৃধার ছেলে । তিনি গত চার বছর ধরে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। তাকে গত ৩১ জুলাই ২০২২ তারিখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত করেন।
রাজাপুরে নিষেধাজ্ঞা উপেক্ষো করে ইলিশ নিধনের দায়ে ৩ জেলের কারাদন্ড
ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের দায়ে ৩ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ভোররাতে রাজাপুরের বিষখালি নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে ঝালকাঠির এনডিসি অং ছিং মারমা এ কারাদন্ড দেয়। দন্ডপ্রাপ্তরা হলো নলছিটির ভেরনবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম, রিমন হাওলাদার ও হদুয়া গ্রামের স্বপন মোল্লা।
সাজার বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের দায়ে এ পর্যন্ত ৫ জেলেকে এক বছরের সাজাদেয়া হয়েছে এবং ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জেলায় ৮ টি টিমে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত রয়েছে।