দীর্ঘ দিন ধরেই মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন মার্কিন মডেল ও টিকটক তারকা জেহেন থমাস। সেই মাইগ্রেনের কারণেই সম্প্রতি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন মাত্র ৩০ বছর বয়সী এই মডেল।
গেল শুক্রবার (১৭ মার্চ) মৃত্যু হয় থমাসের। তবে এখবর তার অনুরাগীদের অগোচরেই ছিল। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় তারকার মৃত্যুর খবর ‘গোফাউন্ডমি’ নামক একটি প্রতিবেদনের মাধ্যমে সকলকে জানান তার কাছের বন্ধু অ্যালিক্স রিস্ট। আর তারপরই প্রকাশ্যে আসে বিষয়টি।
মৃত্যুর কয়েক দিন আগে ইনস্টাগ্রামের একটি পোস্টে জেহেন জানান, তার অপটিক নিউরাইটিস ধরা পড়েছে। দু’বছর ধরে বিভিন্ন চিকিৎসকরা তাকে জানিয়েছিলেন, স্ট্রেস থেকেই মাইগ্রেনের সমস্যায় তিনি ভুগছিলেন। কিন্তু বর্তমানে যন্ত্রণা এতটাই বেড়ে গিয়েছে, তিনি হাঁটতেও পারছেন না। সার্জারির পর এক সপ্তাহ হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন জেহেন। মাইগ্রেনের কারণে যথেষ্ট কষ্ট পাচ্ছিলেন।
জেহেনের পরিবারের তরফে জানা গিয়েছে, মাইগ্রেনের সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। ওষুধ খেয়ে খানিকটা কমলেও, সমস্যার সমাধান হয়নি। তবে মাইগ্রেনের কারণে জেহেনের মৃত্যু, তা মানতে নারাজ তার বন্ধুরা। অনেকেরই দাবি, এর নেপথ্যে অন্য কারণ রয়েছে। পুলিশের কাছে তদন্তের আবেদন জানিয়েছেন তারা।