চট্টগ্রাম থেকেঃ
চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ ও নন কোভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং তদারকি করার জন্য ৭ সদস্যের একটি সার্ভিলেন্স টিম গঠন করা হয়েছে।রোববার (৩১ মে) রাতে এ সার্ভিলেন্স টিম গঠন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার অফিস। সাত সদস্যের এ সার্ভিলেন্স টিমে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (উন্নয়ন) আহবায়ক রাখা হয়েছে এবং জেলা সিভিল সার্জনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদ্যরা হলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক।
এছাড়া কমিটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে কোভিড-১৯ ও নন কোভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য অন্য যে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।