ঝালকাঠি জেলা প্রতিনিধি কঞ্জন কান্তি চক্রবর্তীঃ
করোনা ভাইরাসের আক্রমনে দীর্ঘ ৬৬ দিন পর ঝালকাঠি জেলা বাস টার্মিনাল থেকে ছাড়ল যাত্রীবাহী বাস। করোনার সংক্রমণ ঠেকাতে নেয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষায় নানা উদ্যোগ। পুলিশ সুপারের নেতৃত্বে সুরক্ষা নিশ্চিত করতে মাঠে নেমেছে পুলিশ। সোমবার সকাল ৭ টায় ঝালকাঠি থেকে বরিশালে প্রথম গণপরিবহন চলাচল শুরু করে জেলা বাস ও মিনিবাস মালিক-শ্রমিকরা।
বাস চলাচল শুরু হওয়ার পরই মানুষের ভীড় পড়ে যায় কাউন্টারগুলোতে। কেবল বরিশাল-ঝালকাঠি রুটেই নয় জেলা থেকে ১৪টি রুটে একযোগে বাসচলা চল শুরু হয়। শুরু হয়েছে দূর-পাল্লার বাস চলাচলও। তবে করোনা সংক্রমণ ঠেকাতে বাস মালিকদের পক্ষ থেকে নেয়া হয়েছে সুরক্ষায় নানা ব্যবস্থা। ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করছে।
এছাড়া যাত্রীকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হচ্ছে। পাশাপাশি হাত ধোয়া এবং সেনিটাইজারেরও ব্যবস্থা রয়েছে প্রতিটি পরিবহনে। আর এসব বিষয় নিশ্চিত করতে সকালে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে জেলা পুলিশ কাজ করে। সচেতনতায় যাত্রী ও বাস মালিক-শ্রমিকদের নানা পরামর্শও দেন পুলিশ সুপার।