মোঃ রায়হান আলী,খুলনা ব্যুরো প্রধানঃ
গতকাল (৩১মে) রবিবার সারাদেশে একযোগে এস,এস,সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। খুলনা জেলার ডুমুরিয়ার উপজেলার পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন পরীক্ষার্থী জানতে পারেনি তাদের এসএসসি পরীক্ষার ফলাফল। এ বিষয়ে সঠিক কারণও খুঁজে পাচ্ছেন না পরীক্ষার্থী-অভিভাবক ও স্কুলের শিক্ষকরা।বিদ্যালয় সূত্রে জানা যায়, ডুমুরিয়া
উপজেলার পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এস,এস,সি তে মোট ৯৪জন পরীক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে সাধারণ শাখায় ছিল ৬৯ এবং কারিগরিতে ছিল ২৫জন।
সাধারণ শাখার পরীক্ষার্থীরা তাদের ফলাফল পেলেও জানতে পারেনি কারিগরিরা। ঐ কারিগরি শাখার ২৫ জনের মধ্যে কেউ পায়নি তাদের ফলাফল। যা নিয়ে এখন পরীক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন।
এ বিষয়ে পরীক্ষার্থী ববি নন্দীর ভাই বিপুল নন্দী বলেন, (৩১ মে) বেলা ১১টার পরেই ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যমে আমার বোনের ফলাফল সংগ্রহের চেস্টা করি। কিন্ত ইন্টারনেটে সার্চ দিলে কেবলমাত্র ববি নন্দীর নাম ছাড়া অন্য কিছু আসছিল না। তখন আমি স্কুলে ছুটে যাই।
সেখানে গিয়ে দেখি কারিগরি শাখার অন্যান্যরাও একই কথা বলছে। আসলে ত্রুটি’টা যে কি, এটা বুঝতে পারছি না। পরীক্ষায় পাস বা ফেল যাই হোক মেনে নেওয়া যায়। কিন্তু মোটেও কিছু জানা যাচ্ছে না এটাই মানতে পারছি না। আমার বোন ববিও মনটা খারাপ হয়ে আছে।এ বিষয়ে স্কুলের কারিগরি শাখার শিক্ষক মহেন তরফদার বলেন, কারিগরি শাখার পরীক্ষার্থীদের ফলাফল গড়মিল হয়েছে।
কি কারণে এটা হয়েছে তা জানতে আমি ও সহকারি শিক্ষক প্রশাস্ত বাবু ঢাকায় কারিগরি বোর্ডে যাচ্ছি।প্রধান শিক্ষক প্রভাষ সরকার বলেন,আমার স্কুলের ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে এ-প্লাস পেয়েছে ১০জন আর ফেল করেছে ৯ জন। বাকীরা বিভিন্ন গ্রেডে পাস করেছে। তবে কারিগরির ২৫ জনের ফলাফল জানতে পারিনি।
তাই স্কুলের সব পরীক্ষার্থীর ফলাফল না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছি। মনে হচ্ছে সার্ভার সমস্যার কারণে কিছু একটা হতে পারে।