কাপাসিয়া উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব না মানায়, মাস্ক পরিধান না করায়,মোটরসাইকেলে ৩ আরোহী নিয়ে চলার অপরাধে ১০ জনকে ৬ হাজার ৭শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
২ জুন বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা।
উপজেলার ভিতর দিয়ে চলাচল করা গণপরিবহনের যাত্রীদের করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এক বাস থেকে অন্য বাসে। কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বাসে যাতায়াত করা যাত্রীদের এবং সাধারণ পথচারীদের সচেতনতা বৃদ্ধি লক্ষে অবিরাম কাজ করে যাচ্ছেন ইউএনও।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা জানান সামাজিক দূরত্ব না মানায়,মাস্ক না পড়ায়,অহেতু ঘুরাঘুরি, এক মোটরসাইকেলে তিনজন নিয়ে চালানোর অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং গণপরিবহনে কোভিড ১৯ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তা মনিটরিং করা হচ্ছে সার্বক্ষণিক।