মুহাম্মাদ শোরাফ উদ্দিন জেলা( লক্ষ্মীপুর ) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে নতুন করে আরও পাচঁজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত এই পাচঁজনের মধ্যে দুইজন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন সোনালী ব্যাংকের এবং একজন ইসলামী ব্যাংকের কর্মকর্তা। অপর তিনজনের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী এবং একজন তরুণ। বিভিন্ন উপসর্গ থাকায় তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
ডা. আবু তাহের জানান, আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।তিনি আরও জানান, নতুন শনাক্ত হওয়া পাঁচজন নিয়ে কমলনগরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। তাদের মধ্যে ছয়জন কমলনগরে ব্যাংক কর্মকর্তাসহ আরোও ৫ জনের করোনা শনাক্ত।