ডেস্ক নিউজঃ
সারাদেশের ন্যায় নরসিংদীতেও প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এপরিস্থিতি মোকাবেলায় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আবদুল কাদির মোল্লার সৌজন্যে নরসিংদী জেলা হাসপাতালে ২০ টি আইসিইউ বেড স্থাপন করা হবে ।
এব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছেন।নরসিংদীর সিভিল সার্জন সুত্রে জানা যায়, এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে জেলায় মোট শনাক্ত ১ হাজার ১ শত ১৭ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৭৫৬ জন, পলাশে ৯৭ জন, শিবপুরে ৮৩ জন, রায়পুরাতে ৭৯ জন, মনোহরদীতে ৪৫ জন, বেলাবোতে ৫৭ জন।
জেলায় হোম আইসোলেশনে আছেন ৫৬৪ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৭ জন, আইসোলেশন মুক্ত হয়েছেন ৪৯৫ জন। মৃতের সংখ্যা ২১ জন।এসব দিক বিবেচনা করেই আব্দুল কাদির মোল্লার উদ্যোগে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে নরসিংদী জেলা হাসপাতালে ভেল্টিলেশনসহ ২০ টি আইসিইউ বেড স্থাপনের এই উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, এপর্যন্ত করোনাকালীন সময়ে নরসিংদী জেলার ৫০ হাজার পরিবারের খাদ্য সামগ্রী, ঈদ ও স্যানেটাইজার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আব্দুল কাদির মোল্লা। সেই সাথে জেলার স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই দিয়েছেন তিনি।