মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) মো. কাঞ্চন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাল আত্মসাতের দায়ে বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত একটি পত্রে তাকে বরখাস্ত করা হয়।
জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যের ১১ জন দরিদ্র উপকারভোগীর নামের কার্ড দিয়ে ডিলারের যোগসাজশে চাল উত্তোলন করে আত্মসাৎ করেন কাঞ্চন মিয়া এরই পরিপ্রেক্ষিতে কাঞ্চন মিয়াকে বরখাস্ত করা হয়।
তাদের কার্ড নিজের কাছে রেখে জাল স্বাক্ষর ও টিপসই দিয়ে কাঞ্চন মিয়া ২০১৬ সাল থেকে এ চাউল উত্তোলন করে আসছিলেন। এমন অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ায় মাগুরা জেলা প্রশাসকের প্রস্তাব মোতাবেক স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করেছে।
গত ১১ এপ্রিল দৈনিক যুগান্তর পত্রিকায় এবং ১০ এপ্রিল যুগান্তর অনলাইনে মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) কাঞ্চন মিয়ার চাল আত্মসাতের সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার পরই উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান তদন্তপূর্বক সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল করেন।
সূত্রঃ যুগান্তর