মুহাম্মাদ শোরাফ উদ্দিন ( জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রাম থেকে শাহ আলম(৩৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়,চন্দ্রগঞ্জ থানাধীন পোদ্দার বাজার পুলিশ ক্যাম্প-১ এর ইনচার্জ এস আই মোয়াজ্জেম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বশিকপুর গ্রামের মইয়ার বাড়ির সাহাব উদ্দিন মাষ্টারের ছেলে শাহ আলমকে ১ টি পিস্তল, ১ ম্যাগাজিন ও ২ রাউন এ্যামুনিশন বুলেটসহ গ্রেফতার করা হয়।
মামলার এজহার সূত্রে জানা যায়,পোদ্দার বাজার পুলিশ ক্যাম্প -১ এর ইনচার্জ এসআই মোয়াজ্জেম হোসেন (২০) জুন শনিবার স্থানীয় বশিকপুর বাজারের আইন শৃঙ্খলা রক্ষা ডিউটি, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বশিকপুর বাজারের পশ্চিম পাশে মেহের আলি ভূইয়া বাড়ির উত্তর পাশে জনৈক তুহিনের পুকুর পাশে একজন অজ্ঞাত লোক অস্ত্রসহ অবস্থান করিতেছে।
পরবর্তীতে অফিসার ইনচার্জ জসিম উদ্দিনের দিক নির্দেশনায় এসআই মোয়াজ্জেম হোসেন ও এনএসআই মোনায়েম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার স্থলে পৌছালে, পুলিশের উপস্থিতির টের পেয়ে কেউ একজন পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে যানা যায়, ধৃত শাহ আলম একজন পেশাদারী সন্ত্রাসী ও ১ টি হত্যা মামলার আসামি।এব্যাপারে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। যার নং ১৩,২০/০৬/২০২০ ইং।ধারা ১৮৭৮ সনের অস্ত্র আইনের 19-A চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, গ্রেফতার কৃত আসামী শাহ আলমকে( ২১) জুন রবিবার অস্ত্র ও বিস্ফোরক মামলা আদালতে সোপর্দ করা হব।