ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চাচাতো ভাইয়ের বল্লমের আঘাতে ইতি আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
শনিবার জমির সীমানা নিয়ে বিরোধে জের ধরে এ,ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।
ইতি উপজেলার বনাটি বাজুপাড়া গ্রামের সাহেদ ভূইয়ার মেয়ে। সে কাশীনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
এলাকাবাসী জানায়, শুক্রবার ইতির বাবার সঙ্গে তার চাচাত ভাই লাল মিয়ার ছেলে রিপনের জমির আইল কাটা নিয়ে ঝগড়া হয়। এলাকাবাসী বিষয়টি মীমাংসা করে দেন। শনিবার ইতির বাবা রিপনের বাড়ির কাছে তাদের বীজতলায় বীজধান বপন করতে যান। এসময় রিপন তার ভাইদের নিয়ে কেন তাদের নামে শালিশ করেছে তার কৈফিয়ত জানতে চান। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাঁধে। খবর পেয়ে ইতি সেখানে গেলে প্রতিপক্ষের বল্লম গলায় বিঁধে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, খবর পেয়ে অভিযুক্ত রিপনের মা জামেনা বেগম, বোন নাজমা আক্তার ও চাচা চাঁন মিয়াকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।