গাইবান্ধার নদ-নদীগুলোতে বাড়তে শুরু করেছে পানি। একদিকে কোভিড-১৯ এর অনিশ্চিত জীবন অন্যদিকে নতুন করে দেখা দিয়ে দিয়েছে বন্যার পূর্বভাস। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত গ্রামের পর গ্রাম, অসহায় গ্রামবাসী মানুষেরা।
ঠিক এসময়ে,অসহায় পানি বন্দি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন, গ্রীন ভয়েস।
সংগঠন কর্তৃক জানা যায়, আজ ৩জুলাই গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হাজিরহাট বন্যাকবলিত পানিবন্দি ১০০টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে শুকনো খাবার বিতরণ করে গ্রীন ভয়েস, গাইবান্ধা জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সভাপতি, মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক, পারভেজ মিয়া সাগর, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রমিছা আক্তার বিজলীসহ আরো সদস্যগণ।