কমলনগর অসহায়দের দোকান ঘরসহ সেলাই মেশিন,গরু ও নৌকা দিলেন কোস্ট গার্ড পূর্ব (চট্রগ্রাম) জোন।
দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের সার্বিক নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা বিস্তারে সবসময়ই অবদান রেখে চলছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এরই ধারাবাহিকতায়
সোমবার (৬ জুন) দুপুরে কমলনগর উপজেলায় অসহায় দুস্থ পরিবারের
মাঝে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর পক্ষে একটি দোকান ঘর(পন্য সহ),
সেলাই মেশিন, গরু ও নৌকা বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ পূর্ব জোন চট্রগ্রাম এর ব্যবস্থপনায়
ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় বিধবা নারীকে একটি দোকান
ঘরসহ অসহায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, গরু ও অসহায় দুস্থ জেলেদের
মাঝে নৌকা বিতরণ করেন।
এসময় সাবেক সেনা সদস্য আব্দুর রহমান দিদার কে সাথে নিয়ে কোস্টগার্ড পূর্ব জোনের অন্যান্য কর্মকর্তা ও বাহিনী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।