লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নের অন্তর্গত নাসিরগঞ্জ বাজার সংলগ্ন নদীর তীরে নির্মানাধীন স্থানীয়দের জঙ্গলা বাঁধের কাজে ২,০০,০০০(দুই লক্ষ) টাকা অনুদান দিয়ে সহযোগিতা করেন।
লক্ষ্মীপুর ৪ (রামগতি -কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশ এর মহাসচিব মেজর(অব) আব্দুল মান্নান।
শুক্রবার (১০)জুলাই সকালে বাঁধ সংলগ্ন এলাকায় জঙ্গলা বাঁধ বাস্তবায়ন কমিটি হাতে সংসদ সদস্য এই অনুধান তুলেদেন কমলনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি কমলনগর প্রতিনিধি এ কে এম নুরুল আমিন মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন বিকল্প ধারা বাংলাদেশ এর কমলনগর উপজেলা
সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিক মিয়া, যুবধারা কমলনগর উপজেলা
যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন ও রাজনৈতিক নেতা কর্মী।
উল্লেখ্যঃমেঘনা নদীগর্ভে বিলীন হতে চলেছে নাছিরগঞ্জ বাজারসহ
কমলনগর – রামগতি উপজেলা। ইতিমধ্যে উপজেরার অর্ধেকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
তাই সরকারি
বরাদ্দে বাঁধ নির্মাণ দাবী করে আসলেও নাছির গঞ্জ বাজার এলাকায়
mসরকারি বরাদ্দ না হওয়ার নাছিরগঞ্জ এলাকার তরুণদের ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে নদীতে জংলায় বাঁধ দেওয়ার কাজ শুরু করা হয়।