বাগেরহাটের শরণখোলায় মাক্স ব্যবহার না করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । অভিযানের পাশাপাশি গরীব ও অসহায় ভ্যান চালকদের গাড়ী থামিয়ে মাক্স বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদর রায়েন্দা হাসপাতাল গেট ও পাঁচরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন । এসময় মাক্স ব্যবহার না করায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের ১২জন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও একই সময় রাস্তায় চলাচলকারী ভ্যান ড্রাইভার ও অসহায় মানুষদের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে । অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন বলেন, একেবারে যারা সচেতন না আমরা তাদেরকে সচেতন করতেছি ।
এছাড়া সচেতনতার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে একটা নিয়মের আওতায় আনার চেষ্টা করছি যাতে তারা নিজেরা সচেতন হয় এবং অন্যদের সচেতন করে।