জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
শুক্রবার (১৭জুলাই) সকালে উপজেলার বন্যা কবলিত এলাকা
পরিদর্শন শেষে পাকরুল আশ্রয়ণ প্রকল্পসহ বন্যার্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময়
মির্জা আজম এমপি বলেন,প্রতিবছর বন্যা আপনাদের যে ক্ষতি করে তা ত্রাণ দিয়ে সমাধান সম্ভব নয়।স্থায়ীভাবে এ সমস্যার
সমাধান করতে হবে। এজন্য জামালপুর জেলার সীমানা হরিনধরা হতে সরিষাবাড়ি পর্যন্ত একটি বন্যা নিয়ন্ত্রণ বাধ নির্মাণ করা হবে।
ইতোমধ্যে এনেক সভায় বাধের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।বন্যার পর বাধের কাজ শুরু করা হবে।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের সমস্ত শক্তি ও বুদ্ধি দিয়ে দুর্যোগের সময় পাশে থেকে মানুষের সাহায্য করে যাচ্ছে।