ছাগলের জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে বন্যার পানির স্রোতে ডুবে শেরপুরে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত উমেলা বেগম (৫০) শেরপুরে সদর উপজেলার চরশ্রীপুর কান্দাপাড়া গ্রামের আবুবকর সিদ্দিক ওরফে উমর ফারুকের স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বন্যার পানিতে ডুবে ওই নারীর মৃত্যুর
ঘটনাটি নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান।
স্থানীয় বাসিন্দা উন্নয়ন কর্মী জয়নাল আবেদীন জানান, বন্যায় তিন দিন
ধরে বাড়িঘরে পানি ওঠায় গবাদিপশুর খাবার নিয়ে উমেলা বেগম দুশ্চিন্তায়
পড়েন। দুপুরের দিকে ছাগলের খাবার সংগ্রহে বন্যার পানি ভেঙে উচুঁ স্থান
থেকে গাছের পাতা সংগ্রহ করতে যাওয়ার
সময় পানির তীব্র স্রোতের কবলে পড়ে পড়নের শাড়ি পেঁচিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। বিকেলে ভাটির দিকে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।