জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীর উপর নির্মিত শুয়াকৈর ব্রিজটি মাঝখানে প্রায় ৬/৭ ফুট ডেবে গেছে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন পনেরটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ চলাচল করে। মঙ্গলবার(২১ জুলাই) দুপুরের পর শুয়াকৈর ব্রিজটি প্রায় এক ফুট ডেবে যায়।
এখবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ ও পিআইও কর্মকর্তা হুমায়ুন আহমেদ ব্রিজটি পরিদর্শনে যায়।পরে উপজেলা ইনঞ্জিনিয়ার রকিব উদ্দিন ও সহকারী ইনঞ্জিনিয়ার শরীফ আহমেদ ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ পর্যবেক্ষণ করেন।
এসময় ব্রিজটি অত্যন্ত ঝুকিপূর্ন হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ব্রিজের উপর বেশি মানুষ সমবেত হওয়া ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে প্রায় লক্ষাধিক মানুষ চলাচলে চরম ভুগান্তির শিকার হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রিজটি নিচের দিকে প্রায় ৬/৭ ফুট ডেবে গেছে।যেকোন মুহুর্তে প্রায় লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র ব্রিজটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।