নীলফামারীতে ডোমার উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন সহায়তা ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে শিক্ষা বৃত্তি ও উপকরণসহ ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ওসি মোস্তাফিজার রহমান, প্রকৌশলী মিজানুর রহমান সরদার প্রমূখ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তা উপজেলার ১২৫ জনকে জনপ্রতি দুই হাজার টাকা দেওয়া হয়।
সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ৩০ জন ছাত্র-ছাত্রীকে বাই সাইকেল, ১৮৬ জনকে শিক্ষা বৃত্তি ও ১০০ জনের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।