ময়মনসিংহের নান্দাইলে বিলের চার পাশে পানির মাঝখানে টিলায় সামিয়ানা টানিয়ে জুয়া খেলা চলছিল। এ ঘটনার খবর পেয়ে ময়মনসিংহের নান্দাইল মডেল থানার বেরসিক পুলিশের একটি দল লুঙ্গি পরে গামছা কাঁধে নিয়ে বিল সাঁতরে চার জুয়াড়িকে আটক করে।
পরে আজ রবিবার সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারেদণ্ডাদেশ দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার শেরপুর ইউনিয়নের আড়াইল্যা বিলের মাঝখানের উঁচু জমির একটি টিলায় সামিয়ানা টানিয়ে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চলছিল।
খবর আসে ইউএনওর কাছে। পরে তিনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। থানার উপপরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল বিল সাঁতরে বকুল মিয়া, আজাহারুল ইসলাম, আউয়াল ব্যাপারী ও আজিজুর রহমান নামে চারজনকে আটক করা হয়।