করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
সোমবার (২৭ জুলাই)
প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভাগটির সকল শিক্ষক ও প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে রাত ৮ টায় অনলাইনে একটি ভার্চুয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড.জিন্নাত ফেরদৌসী এবং বিভাগটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান প্রফেসর ও.আই. জোয়ার্দার। এছাড়াও প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রোগ্রামটি স্বাগত বক্তব্যের মাধ্যমে উদ্বোধন করেন বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড.জিন্নাত ফেরদৌসী।
পরবর্তীতে বিভাগের অন্যান্য শিক্ষকগণ তাদের বক্তব্যের মাধ্যমে বিভাগটির প্রতিষ্ঠা কালীন ইতিহাস এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি আধুনিক বিশ্বে গুরুত্বপূর্ণ ভুমিকার দিকগুলো তুলে ধরেন ।
উল্লেখ্য, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান প্রফেসর ও. আই. জোয়ার্দার ১৫ জন শিক্ষার্থী নিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের যাত্রা শুরু করেন। পূর্বে বিভাগটি জেনেটিক্স এন্ড ব্রিডিং নামে কৃষি অনুষদের অধীনে ছিল।
পরবর্তীতে বিভাগের নাম পরিবর্তন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি করা হয়। প্রায় ১০টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাধ্যমে অনুষ্ঠানটি রাত ১১টায় শেষ হয়।