ময়মনসিংহ বিভাগের শেরপুরের নকলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহত এবং দুজন আহত হয়েছে। নিহত যুবকের নাম রাজিব মিয়া (৩০)। সে নকলা শহরের কুর্শাবাদাগৈড় এলাকার বাসিন্দা। রাজিব ঢাকার একটি গাড়ির শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
ঈদের ছুটিতে সে বাড়ি ফিরছিলেন। আহত তিনজন হলেন কাভার্ডভ্যানের চালক কাউসার (২৪) ও চালকের সহকারী নিলয় (২০)। আহত দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানটির চালক নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় ক্যাভার্ডভ্যানটি প্রথমে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া রাজিবকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে সেটি সড়কের পাশে উল্টে পড়ে।
কাভার্ডভ্যানের ধাক্কায় রাজিব গুরুতর আহত হয়।তাকে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান। দুর্ঘটনায় ভ্যানচালক কাউসার ও চালকের সহকারী নিলয় আহত হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ আজ বিকেলে জানান এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের করা হবে। পুলিশ কাভার্ডভ্যানটিকে আটক করেছে।