ঈদ উপলক্ষে ৩০০পিস ইয়াবার চালান এনেছিল গাইবান্ধার আবু সাঈদ নামে এক মাদক ব্যাবসায়ী।অবশেষে ঈদ চালানসহ মাদক ব্যাবসায়ী ডিবি পুলিশের অভিযানে আটক হয়।
জানা গেছে,সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবির) অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম শনিবার (৩১জুলাই)রাত সাড়ে ১১টায় সাব ইন্সপেক্টর মোঃআনোয়ারুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আবু সাঈদ মিথুন (৪০) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার গোবিন্দপুরে( নুরজাহান মোড়) এলাকার জনৈক হাসেম মিয়ার দোকানের কাছে থেকে ৩০০পিস ইয়াবাসহ তাকে আটক করে ডিবি পুলিশ।আটককৃত আবু সাঈদ সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত সামছুজ্জোহা ওরফে সাজুর পুত্র।
আটককৃত আবু সাঈদ জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশকে জানিয়েছেন ঈদ মৌসুমে ব্যাপক চাহিদা থাকায় চিটাগাং হতে মাদক ব্যবসার” ঈদ চালান’ হিসাবে গত বৃহস্পতিবার (৩০জুলাই) ৩০০পিস ইয়াবার চালান আমদানি করেছিল।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন আটককৃত আবু সাঈদ এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ এর ধারায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।