ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কালের কণ্ঠ শুভসংঘ পাঠচক্রের চতুর্থ আসর অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা শুভসংঘের উদ্যোগে পৌরসভা সংলগ্ন জেলা পরিষদ অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এ আসর অনুষ্ঠিত হয়।
আসরে সভাপতিত্ব করেন উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ও যুবলীগ নেতা মাহতাব উদ্দিন সাদেক, আওয়ামী লীগ নেতা বুলবুল হোসেন কালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের আহ্বায়ক মাহামুদুল হাসান সজিব, যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদ, পৌর কাউন্সিলার পারভীন আক্তার।
শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে উপজীব্য করে শুরুতেই বঙ্গবন্ধুকে নিয়ে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন। এ সময় বঙ্গবন্ধুর উপর নিজের লেখা ও সুরে সংগীত পরিবেশন করেন এসআই আনোয়ার হোসেন। পরে বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি শামছুল হুদা, রাকিব হাসান, আজিজুন্নেছা শাহজাদী, আব্দুল কাদের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা শুভসংঘের সভাপতি মতিউর রহমান সুমন, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ শাখা শুভসংঘের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন রিমন, সোহেল রানা, আবু তাহের, হারুন অর রশিদ, শাহজাহান।শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও তার রাজনৈতিক জীবনের ওপর মুক্ত আলোচনা করেন গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি যুবলীগ নেতা মাহতাব উদ্দিন সাদেক, আওয়ামী লীগ নেতা বুলবুল হোসেন কালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের আহ্বায়ক মাহামুদুল হাসান সজিব, যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদ, উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী, শুভসংঘের বন্ধু কেএম নাজমুল হুদা রন্টি, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা অর্ধশতাধিক কবি, সাহিত্যিক, শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আসরটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু বলেন, আমাদের শুভসংঘ পাঠচক্রের চতুর্থ আসরের মূল প্রতিপাদ্যই ছিল জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও তার রাজনৈতিক জীবন। অংশগ্রহণকারী কবি-সাহিত্যিকরা তাদের লেখায় যেমন বঙ্গবন্ধুকে তুলে ধরেছেন তেমনি আমন্ত্রিত অতিথিদের আলোচনাতেও বঙ্গবন্ধুর ঘৃণ্য হত্যাকাণ্ড ও ইতিহাস ফুটে উঠেছে।