খুলনা মহানগরীর আড়ংঘাটা বাজারে ভোক্তা অধিকার আইনে ৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (১৭ আগষ্ট) সোমবার বেলা ১১.৪৫ টার সময় আড়ংঘাটা বাজারের উল্লেখিত প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ খুচরা মূল্য না লেখা, মূল্যতালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে ওষুধ বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য রাখা ও বিক্রি করায় এ জরিমানা করা হয়।
জানা যায়,সোমবার মহানগরীর আড়ংঘাটা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হেসেন।
পরিচালনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারের শফিকুল মেডিকেল হলকে ৩ হাজার টাকা, জয় মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা এবং হানিফ স্টোরকে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে।