মৃত্যুকালে তিনি দুই স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। মোহসীন মন্টু যুবলীগের আগে উজিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালণ করেন।
রবিবার বাদ আসর স্থানীয় মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ গুঠিয়া গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এসময় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মমজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,ইউপি চেয়ারম্যান ডাক্তার দেলোয়ার হোসেন, শহিদুল ইসলামও সরোয়ার হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ছত্তার মোল্লা,সাধারণ সম্পাদক এসএম মিন্টু,ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম ভুট্টু,যুগ্ম আহবায়ক সাকলাইন খান,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল প্রমুখ উপস্থিত ছিলেন। সত্যের সন্ধানে আমরা প্রতিদিন
এদিকে যুবলীগ নেতা মোহসীন মন্টুর মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম,সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।