এরপর আগামী ১ জানুয়ারি, ২০২১ থেকে কয়েক দফায় সকল আন্তর্জাতিক ভ্রমণ এর উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছে। এরফলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশে আটকে পড়া প্রবাসীরা সৌদি আরবে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।
এছাড়াও আগামী ১ জানুয়ারি, ২০২১ থেকে আন্তর্জাতিক ভ্রমণে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। মন্ত্রণালয় জানায়, তারা আগামী ডিসেম্বর, ২০২০ পর্যন্ত করোনা পরিস্থিতি যাচাই করবে, এবং আগামী ১ জানুয়ারি, ২০২১ থেকে সকলের জন্য সৌদি আরবের আন্তর্জাতিক ভ্রমণের উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে
যেসকল প্রবাসীদের এক্সিট-রিএন্ট্রি ভিসা, ওয়ার্ক ভিসা, এবং ভিজিট ভিসা রয়েছে, তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং সৌদি আরব থেকে দেশে ফিরে যেতে পারবেন।
সকল সৌদি নাগরিক যারা অফিশিয়াল ডিউটিতে নিযুক্ত হয়েছেন (মিলিটারি, সরকারি কর্মচারী, ডিপ্লোম্যাট, এবং সিভিলিয়ানস), তারা আন্তর্জাতিক ভ্রমণ করতে পারবেন। GCC (উপসাগরীয় সহযোগিতা পরিষদ ) এর অন্তর্ভুক্ত দেশের নাগরিকেরা সৌদি আরবে প্রবেশ ও ত্যাগ করতে পারবেন।
১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণের পূর্বে ৪৮ ঘন্টার মধ্যে কোভিড-১৯ টেস্ট করাতে হবে এবং টেস্টে নেগেটিভ থাকতে হবে।