তারই পরিপ্রেক্ষিতে কক্সবাজার কলাতলী সেন্ডী বিচ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বাইক ট্যুর মাধ্যমে কলাতলি থেকে মেরিন ড্রাইভ রোডে হিমছড়ি পর্যন্ত বেলুন উড়ানো হয়।
সন্ধ্যায় ৬টায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কক্সবাজার বীচপেপার ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার প্রধান সমন্বয়ক আবদুল্লাহ খাঁন ,লাভলু,কেন্দ্রীয় কমিটির সদস্য সাগর উপস্থিত ছিলেন। এছাড়া কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক সদস্য অংশগ্রহন করেন।