উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ পৌর শহর সহ উপজেলার ৮ ইউনিয়নের প্রত্যন্ত জনপদে ঘুরে ঘুরে অসচ্ছ্বল মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরী করছেন। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নীতিমালার আলোকে পাওয়ার যোগ্য ২৬ জন মুক্তিযোদ্ধা পরিবারের জন্য এ ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে সরেজমিন গিয়ে প্রকৃত অসচ্ছ্বল মুক্তিযোদ্ধাদের তালিকা গঠন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদকে সাধুবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা,তাদের পরিবার ও স্থানীয় সচেতন মহল। প্রসঙ্গত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ একজন মানবতাবাদী কর্মকর্তা হিসেবে সর্বমহলে প্রশংসা ও সুনাম কুড়িয়েছেন।
তিনি কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শুরুর পরে নিজ কার্যালয়ে ঘরবসতি গড়ে তুলেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে নিজ হাতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠুভাবে সরকারী বরাদ্দের এ খাদ্য সামগ্রী বিতরণ করায় তিনি প্রশংসিত হন।
এছাড়া তিনি করোনার সংক্রমন থেকে এলাকাবাসীকে রক্ষা করতে নানা ভাবে সচেতনতামূলক দিক নির্দেশনা দেন। বানারীপাড়ার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে সবার আস্থা ও বিশ্বাসের প্রতিকে পরিণত হয়েছেন।