মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


অন্ধত্বের পরীক্ষা নিতে যাবেন না
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অন্ধত্বের পরীক্ষা নিতে যাবেন না

ভালোবাসা নিয়ে যারা খেলা করে তারাই ভালোবাসা পায়। যারা মন থেকে চায় তাদের কাছে ভালোবাসা ধরা দেয় না। কখনোই না।
ভালবাসা কি খেলনা?? ইচ্ছা হল খেললাম, ইচ্ছা হল ভেঙে দিলাম?? অনেকেই বলতে শুনি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব… ওর সাথে রিলেশন রাখবো না… আজ যদি এটা ভাবেন তাহলে সেদিন রিলেশন কেন করেছিলেন?? কেন এত দিন ধরে সেটা বয়ে এনেছেন…?? আজ বলেন আমার এই সমস্যা, ওই সমস্যা… এই কারনে রিলেশন রাখবো না… তাহলে সেদিন কেন ভাবেন নাই?? একটা মানুষকে হাসানো অনেক কঠিন কিন্তু তাকে কাঁদানো অনেক সহজ… বিশ্বাস একটা কাগজের মত… একবার ভাজ করলে তার পর আগের মত করার যতই চেষ্টা করেন কখনোই আগের মত হবে না… এক এক জন স্বার্থপরের মত বলে বসেন আমি সরে গেলে ওর জীবন সুন্দর হবে… আসলে কি তাই?? ওই ছেলেটা বা মেয়েটা কি আপনাকে ভুলতে পারবে?? তার সাথে আপনার সম্পর্কের আগের সময়ে তাকে ফিরিয়ে দিতে পারবেন?? ভালবাসায় কোন রিপ্লেসমেন্ট হয় না… আমার ফ্রেন্ড লিস্টের এক মেয়ে বলতেছে ভাইয়া আমি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব?? জিজ্ঞাসা করলাম কেন?? ওর প্রতি আমার ফিলিংস আসে না… ওর আমাকে আগের মত সময় দেয় না… অবাক লাগলো… কেমন ভালবাসা?? ২ দিনে ফিলিংস চলে যায়?? সময় দিতে পারে না তার কারণ তার জানার দরকার নেই… সময় দিতে পারে না এটাই তার কাছে ফ্যাক্ট… Don’t Blame People For Disappointing You. Blame Yourself For Expecting Too Much From Them… মেয়েদের একটা জিনিস অবাক লাগে সেটা হল তার সবসময় চায় তার থেকে ৫/৬ বছরের বড় একটা ছেলেরসাথে প্রেম করবে… অথচ তার same age এর একটা ছেলে তাকে প্রচণ্ড ভালবাসলেও তার খেয়াল হয় না… ওই বয়সে বড় ছেলেই যেন তার জন্য… হাতের লক্ষ্মী পায়ে ঠেলে সুখী হওয়া যায় না… ক্লাস ১০ এ পরে মাস্টার্স এ পড়া ছেলের সাথে প্রেম করলে ওই মেয়ে ছ্যাকা খাবে না তো কে খাবে?? গতকাল এক ছোট ভাই বলতেছে ভাই একটা ঝামেলা করে ফেলছি… কি ঝামেলা?? ভাই গার্ল ফ্রেন্ড তো প্রেগন্যান্ট হয়ে গেছে… অবাক হয়ে গেলাম… ওরা জাস্ট ক্লাস ১০ এ পড়ে… এটা ভালবাসার কোন রূপ?? আমিও তো একজনকে ভালবাসি… ৫ বছর হতে চলেছে… কই আজ পর্যন্ত তো তাকে আমি স্পর্শ ও করলাম না… বছরে ২/১ বার দেখা হয়… কতক্ষন জানেন?? ৩০-৪০ সেকেন্ড এর জন্য… মাসে ৪/৫ বার কথা হয়… কতক্ষন জানেন?? ২-৩ মিনিট ভালবাসা কি মরে গেছে?? না ফিলিংস চলে গেছে… When It Is Hard To Hide Your Tears Then Never Mind. Start Cutting An Onion, Let The Heart Cry. You Just Blame The Onion… মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক… তাই বলে একজন ভুল কিছু করেছে বলে তাকে ছেড়ে চলে যেতে হবে?? ভুল গুলো কি শুধরে দেয়া যায় না?? একটা কথাই বলবো কাউকে ভালবাসলে বাসার মতই বাসেন… চিরদিন যদি ভালবাসতে পারেন তাহলে ভালবাসবেন, তা না হলে ভালবাসার দরকার নেই… ভালবাসা আয়না না, একটা ভেঙে গেল আরেকটা কিনে নিলাম.. @@@ যদি কেউ আপনাকে অন্ধের মত বিশ্বাস করে তাহলে আপনি তার বিশ্বাসের মূল্য দিতে চেষ্টা করুন । কিন্তূ ভুল করেও তার অন্ধত্বের পরীক্ষা নিতে যাবেন না, কারন একটা সম্পর্ক টিকে থাকে শুধু মাত্র অন্ধ বিশ্বাসের উপর । আর আপনার সেই পরীক্ষা হয়ত এই বিশ্বাস টুকু ভেঙ্গে দিবে…..!!!




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার
Translate »