সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



অর্থের বিনিময়ে ছাত্রলীগের কমিটি দেয়া হয়: গোলাম রাব্বানী
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অর্থের বিনিময়ে ছাত্রলীগের কমিটি দেয়া হয়: গোলাম রাব্বানী

অনলাইন ডেস্ক |
ত্যাগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কমিটিতে পছন্দের লোক বসানোর অভিযোগ প্রায়ই ওঠে ছাত্রলীগের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে। আবার পদ পাওয়ার পর কেউ কেউ ক্ষমতা দেখাতে নিজেদের মধ্যেই সৃষ্টি করছেন কোন্দল। এতে দেখা দেয় অস্থিরতা। এসবের জন্য কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের সর্বময় ক্ষমতা আর অন্য নেতাদের মূল্যায়ন না করাকে দুষছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে পৌঁছেছে তখন এমন মন্তব্য করলেন ছাত্রলীগের সাবেক এই শীর্ষ নেতা।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। গোলাম রাব্বানী বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রে ও বিভিন্ন ইউনিটে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, এর মূল কারণ, সভাপতি-সাধারণ সম্পাদক ব্যতিরেকে কেন্দ্রীয় নেতৃত্বের অন্যদের যথাযথ মূল্যায়ন না হওয়া।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতারা বেশিরভাগ ক্ষেত্রে জানেও না কখন, কীভাবে, কাদের দিয়ে, কোন প্রক্রিয়ায় তার দায়িত্বপ্রাপ্ত ইউনিট বা নিজ এলাকায় ছাত্রলীগের কমিটি হয়ে গেলো, পূর্ণাঙ্গ হলো বা ভেঙে গেলো! সবই সভাপতি-সাধারণ সম্পাদক ও তাদের নির্দিষ্ট বলয় সর্বস্ব! কোনো স্বচ্ছতা, জবাবদিহিতার বালাই নেই!’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের থেকে কমিশন চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোভন-রাব্বানীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। যদিও চাঁদা চাওয়ার বিষয়টি বেমালুম অস্বীকার করেছেন রাব্বানীরা।

গত শনি ও রোববার ইডেন কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারি হয়। একপর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে মেরে ক্যাম্পাস থেকে বের করে দেয় অন্য গ্রুপের লোকজন। পরে গতরাতে শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। একইসঙ্গে ১৬ জনকে বহিষ্কার করা হয়।

গোলাম রাব্বানী বলেন, ছাত্রলীগে এই অচলায়তন আগেও ছিল, অতীতে আমরাও এমন তিক্ত অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছিলাম বিধায়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের অফিসে আমাদের প্রথম বর্ধিত সভায় পুরো কেন্দ্রীয় নেতার সামনে আমি সপ্রণোদিত হয়ে, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গঠনতন্ত্র সংশোধন করার প্রস্তাবনা দিয়েছিলাম। যেখানে বলা হয়েছিল এখন থেকে যেকোনো ইউনিটের কমিটি করতে বা গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নিতে সভাপতি-সাধারণ সম্পাদকের পাশাপাশি ‘দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতার’ লিখিত সুপারিশ ও স্বাক্ষর বাধ্যতামূলক। সেই প্রস্তাবে সবাই বাহবা দিয়েছিল।

তবে তা পাস না হওয়ার জন্য আক্ষেপ জানিয়ে তিনি বলেন, প্রায় সকল কেন্দ্রীয় নেতার সঙ্গে সিনিয়র সহ-সভাপতি ও ১ নম্বর জয়েন্ট সেক্রেটারিও হাততালি দিয়ে, টেবিল চাপড়ে তাতে সায় দিলেও সভাপতি মহোদয়ের অনিচ্ছায় আমার প্রস্তাবটি সেদিন গৃহীত হয়নি।’

বর্তমান কমিটিকে তিনি পরামর্শ দিয়ে বলেন, এখন বর্তমান শীর্ষ নেতারা উদ্ভুত অচলায়তন কাটাতে, আগামীকালই কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সভা ডেকে সেই ঐতিহাসিক প্রস্তাব বাস্তবায়ন করতে পারে। সেদিনের সেই নীতিগত সম্মতি ও হাস্যোজ্জ্বল হাততোলা দারুণ স্বদিচ্ছা নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে আরও পোক্ত হওয়ার কথা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »