রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



একজন আব্দুল মন্নান ও নাইম কনফেকশনারীর গল্প
প্রকাশ: ২০ মে, ২০২০, ৫:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

একজন আব্দুল মন্নান ও নাইম কনফেকশনারীর গল্প

ভোলা থেকে সাব্বির, আলম বাবুঃ নাম তার আব্দুল মন্নান। চল্লিশোর্ধ একজন পড়ন্ত যৌবনের দৃঢ় মানষিকতার প্রতিচ্ছবি। ভোলা জেলার চরফ্যাশন পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মন্নানের জীবনটা বিচিত্র। নিম্নবিত্ত পরিবারের এই লোকটি স্বল্প শিক্ষিত তাই কপালে জোটেনি ভালো কোন চাকরি, ব্যবসা বা কর্ম-সংস্থান। তাছাড়া পরিবারের সদস্য সংখ্যা বেশী হওয়ায় অল্প বয়সেই ছুটতে হয় রোজগারের ধান্ধায়। বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেলে ওয়েটার বা মেসিয়ারের কাজ করে খাবার তৈরীর কারিগরদের সাথে থেকে থেকে এক পর্যায়ে নিজেই নিজের কর্ম-সংস্থানের পথ তৈরী করে নেন। চা-সিঙ্গারার ছোট দোকান দেন। হাতের যশ আর নিজের কর্ম সক্ষমতাকে পুঁজি করে আজ এই পেশায় তার ২২ বছর অতিক্রম করছে। এরই মাঝে নিজে বিয়ে করেছেন, তিনটি ছেলে সন্তানের গর্বিত জনক হয়েছেন। প্রত্যেক ছেলে উচ্চ শিক্ষা গ্রহনে নিজেদের নিয়োজিত রেখেছে। বড় ছেলে বিশ্ববিদ্যালয়ে অনার্স করছে, মেজ ছেলে এইচএসসি, ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী। আব্দুল মন্নানের সাথে আলাপকালে জানা যায়, দরিদ্র পরিবারের মানুষ বিধায় ছোট বেলা থেকেই তিনি রেস্টুরেন্টের কাজের সঙ্গে জড়িত। তার দোকানের বিশেষত্ব হলো খুবই সস্তায় ক্রেতারা এখানে চা-সিঙ্গারা-নাস্তা খেতে পারে। ১টি সিঙ্গারা ৩ টাকা, ১টি পেয়াজু ৩ টাকা, ১প্লেট বুট ৫ টাকা, ১কাপ চা ৫ টাকা ইত্যাদি। দামে সস্তা হলেও গুনে-মানে এই তৈরী সুস্বাদু খাবার গুলো ক্রেতাদের বেশ পছন্দের। পৌরসভার ফ্যাশন স্কয়ারে তার নিজস্ব বেশ কিছু রসনা বিলাসী ক্রেতা তৈরী হয়েছে। এই ক্রেতাদের প্রতিদিন অন্তত একবার হলেও মন্নানের দোকানের চা-সিঙ্গারা খেয়ে রসনা তৃপ্ত করতেই হবে। এই দোকানে দৈনিক ৫/৬ কেজি ময়দা, ১২/১৫ কেজি আলু, মরিচ, পেয়াজ, ডাল, লবন, তৈল ইত্যাদি লাগে। এতে ৪০০/৫০০ পিচ সিঙ্গারা, ১৫০/২০০ পিচ পেয়াজু তৈরী হয়। দৈনিক প্রায় ৫০০০/৬০০০ টাকা বিক্রি হয়। এই দোকানের জন্য কোন ঋন নেয়া লাগেনি। নিজ পরিবারের কথা জানতে চাইলে মন্নান বলেন, ছোট বেলা থেকে দরিদ্র পরিবারে বড় হয়েছি তাই জীবনের উপর দিয়ে অনেক ঝড়-ঝাপ্টা গেছে, কিন্তু হতাশ হইনি। নিজে বেশী লেখাপড়া শিখতে পারিনি তবে স্বপ্ন ছিল সন্তানদের যেভাবেই হোক উচ্চ শিক্ষিত করবো। নিজে অপূর্ন সাধ তাদের মাধ্যমে পুরন করবো। মহান আল্লাহর ইচ্ছায় তারা সে পথেই এগুচ্ছে। সেজন্য আমার দোকান ও ক্রেতারা আমাকে নিঃস্বার্থ সহযোগীতা করেছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ।
একজন আব্দুল মন্নানের মতো মানুষের এই কর্মকান্ড সত্যিই অনুকরনীয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »