
বিডি ২৪ নিউজ অনলাইন: দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশনের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমাকৃত এক অভিযোগে বলা হয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে বাজারমূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে বিভিন্ন জমি ক্রয় করেছেন এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগ অনুযায়ী, আগষ্টিন পিউরিফিকেশন তার ব্যক্তিগত স্বার্থে সমবায় প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার করেছেন এবং জমি কেনার ক্ষেত্রে অবৈধভাবে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ কাজে লাগিয়েছেন।
দুদকে করা অভিযোগে উল্লেখ করা হয় যে, আগষ্টিন পিউরিফিকেশন তার ব্যক্তিগত সহকারী মোঃ মজিবুর রহমানের নামে প্রকৃত মালিকের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে পরে কালব-এর নামে ওই জমি বেশি মূল্যে ক্রয় করেন। শুধুমাত্র মোঃ মজিবুর রহমানের কাছ থেকেই ১৮২ শতাংশ জমি কিনতে ২০ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় দেখানো হয়, যা বাজারদরের তুলনায় অনেক বেশি বলে অভিযোগে উল্লেখ আছে। এ ছাড়া কালব হাউজিং সোসাইটি থেকে বুক ভ্যালুতে জমি কেনার নামে প্রকৃত মূল্য গোপন করে দুই ধাপে ৮.৫ শতাংশ জমি কেনা হয়। রংপুরেও বোর্ডের অধিকাংশ সদস্যের আপত্তি উপেক্ষা করে জমি কেনা হয় এবং সেখানে শতাংশপ্রতি ১২ লাখ টাকা মূল্য দেখিয়ে ১৭ শতাংশ জমি কেনার সময় দুই কোটিরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
অভিযোগে আরও বলা হয়, কালব ট্রেনিং ইনস্টিটিউটের জমি ক্রয়, মূল ভবন নির্মাণ, কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নিয়ম-নীতির কোনো অনুসরণ করা হয়নি। বরং এসব প্রকল্পকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আর্থিক অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, প্রতিষ্ঠানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আইনি লড়াইয়ের নামে বর্তমানে চলমান মামলাগুলোর জন্য খরচ দেখিয়ে আগষ্টিন পিউরিফিকেশন অন্তত ৫ কোটি টাকা তুলে নিয়েছেন।
দুদকে জমা দেওয়া অভিযোগে আরও দাবি করা হয়, প্রতিষ্ঠানটির অর্থ বিদেশে পাচারও করা হয়েছে। অবৈধভাবে বোর্ড নিয়ন্ত্রণ করা আগষ্টিন পিউরিফিকেশন নাকি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা বিদেশে, বিশেষ করে আমেরিকায় পাচার করেছেন। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার তদন্ত করে আগষ্টিন পিউরিফিকেশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অভিযোগকারী পক্ষ।