রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



ঢাকা ছাড়ছে মানুষ
প্রকাশ: ২৯ জুন, ২০২১, ১১:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাকা ছাড়ছে মানুষ

 রাজধানী থেকে বের হওয়ার সব পথে ছিল মানুষের ঢল। ঈদযাত্রার মতো দীর্ঘ যানজট। তারা বলছেন, লকডাউনে সবকিছু বন্ধ থাকলে ঢাকায় থেকে কী করবেন? জীবিকা নির্বাহ করবেন কীভাবে? জীবন ও জীবিকার এই অনিশ্চয়তার কারণেই তারা ঝুঁকি নিয়ে ছুটছেন। এভাবে গাদাগাদি করে যাওয়ার কারণে নিজেদের সংক্রমিত করার পাশাপাশি গ্রাম-গঞ্জেও করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সরেজমিনে দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় দেখা যায়, কেউ হেঁটে, কেউবা রিকশায় পার হচ্ছেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়। মোড় পার হয়েই আবার তারা উঠছেন ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশা বা অন্যান্য ছোট যানবাহনে। অনেকে উঠছেন ট্রাক ও পিকআপের পেছনে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশেই ছিল যানবাহনের দীর্ঘ সারি। নারায়ণগঞ্জ লিংক রোডেও একই পরিস্থিতি। নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ জানায়, সকাল থেকেই সাইনবোর্ড এলাকায় মানুষ ও যানবাহনের এমন চাপ চলছে।

কথা হয় রুহুল আমিন নামের এক যাত্রীর সঙ্গে। তিনি রাজধানীর পল্টনে একটি হোটেলের কর্মচারী। রুহুল বলেন, লকডাউনে হোটেল বন্ধ থাকবে। মালিক বলে দিয়েছেন হোটেল বন্ধ থাকলে বেতন দিতে পারবেন না। এখন ঢাকায় থেকে কী করব। তাই ভোগান্তি হবে জেনেও বাড়ির পথে রওনা হয়েছি।

নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, সড়কে মানুষের চাপ অনেক বেশি। সবকিছু বন্ধ হওয়ার আগে মানুষ নিজ নিজ গন্তব্যে চলে যেতে চাইছে। এ কারণেই সড়কে প্রচুর মানুষ। তিনি বলেন, ঢাকা থেকে কোনো বাস সাইনবোর্ড পার হতে দেয়া হচ্ছে না। তবে পিকআপ, ট্রাকসহ পণ্যবাহী যান ছাড়া হচ্ছে। রোগী, জরুরি সেবা, বিদেশগামী ব্যক্তিদের যেতে দেয়া হচ্ছে।

একই চিত্র ছিল উত্তরা-আব্দুল্লাপুর, গাবতলী, মাওয়া, পূর্বাচল ৩০০ ফিট সড়কেও। অনেক জায়গায় অতিরিক্ত গাড়ির চাপে দেখা গেছে দীর্ঘ যানজট। রাজধানীর ভেতরেও ছিল ব্যাপক যানজট।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গতকাল দক্ষিণবঙ্গমুখী মানুষের ঢল ছিল। এই ঘাট দিয়ে পদ্মা পার হয়ে গন্তব্যে যায় দক্ষিণের ২১ জেলার মানুষ। শনিবারের মতো গতকাল রবিবারও হাজার হাজার মানুষ পদ্মা পাড়ি দিতে ভিড় করেন শিমুলিয়ায়। যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটের ১৬টি ফেরির মধ্যে ১৫টি চলাচল করছে। পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিষেবার যানবাহনের পাশাপাশি হাজারো মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে পাড়ি দিচ্ছে পদ্মা।

জানা গেছে, যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোয় পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। কোনো ফেরিঘাটে এসে ভিড়লেই মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। ঘাট এলাকায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন বলেন, সকালে যাত্রীর অনেক চাপ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ কিছুটা কমেছে। তখনো পারাপারের অপেক্ষায় ছিল দুই শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, ‘বর্তমানে এ রুটে ১৫টি ফেরি চলছে। ঘাট দিয়ে শুধু লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা ছিল। এখন যাত্রী পারাপারও করতে হচ্ছে।

মাদারীপুর প্রতিনিধি জানান, সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে মানুষের ঢল নামে। একদিকে ঢাকা থেকে শিমুলিয়া এসে ফেরিতে পদ্মা নদী পার হয়ে বাংলাবাজার আসছে দক্ষিণাঞ্চলমুখী হাজারো মানুষ।

অন্যদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী মানুষ ছুটছে। করোনা বিধিনিষেধের তোয়াক্কা নেই কারো মধ্যে। দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের বাস বন্ধ থাকলেও বরিশাল, খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল, থ্রি হুইলার, ইজিবাইকসহ হালকা যানবাহনে ৩-৪ গুণ ভাড়া গুনে যাত্রীরা বাংলাবাজার ঘাটে পৌঁছচ্ছেন। একই চিত্র ঢাকা থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও।

ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে যাত্রীরা হালকা যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে এসে ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে আবারো ভোগান্তিতে পড়ছেন। বাংলাবাজার থেকে ইজিবাইক, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলে বরিশালে ৫শ থেকে ৬শ টাকা, গোপালগঞ্জ ৫শ টাকা, খুলনা ৭শ টাকা, মাদারীপুর ২শ টাকা, বাগেরহাট ৬৫০ টাকাসহ প্রতিটি যানবাহনেই কয়েকগুণ ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। প্রশাসনের পক্ষ থেকে মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিলেও বিভিন্ন অজুহাতে যাত্রীরা গন্তব্যে পৌঁছচ্ছেন। পণ্যবাহী ট্রাকের পাশাপাশি অন্যান্য ব্যক্তিগত যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। ঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

ঢাকা থেকে বরিশালগামী যাত্রী জয়নাল আবেদীন পদ্মা পার হয়ে বাংলাবাজার নেমে বলেন, ‘ঢাকার যাত্রাবাড়ী থেকে খুব কষ্ট করে ভেঙে ভেঙে এ পর্যন্ত এসেছি। বাবুগঞ্জ যেতে হবে, তাই ইজিবাইক বা অন্য কোনো যানবাহনের খোঁজ করছি। যেটা পাই তাতেই যাব। না হলে বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেলে যেতে হবে। কারখানা বন্ধ, কাজ নেই, মালিক বেতন দিতে পারে না, তাই গ্রামে ফিরে যাচ্ছি।’

বিআইডবিøউটিসি বাংলাবাজার ঘাটের সহকারী ম্যানেজার ভজন কুমার সাহা বলেন, ‘সকাল থেকেই ফেরিতে উভয়মুখী যাত্রীর চাপ রয়েছে। আমাদের সব ফেরি চালু থাকায় পারাপারে কোনো সমস্যা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার কথা যাত্রীদের বলা হলেও বেশিরভাগ যাত্রীই তা মানছেন না। আর অনেকে তো মাস্কও ব্যবহার করছেন না। ফেরিতে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। ফেরির মধ্যে গায়ে গা লাগিয়ে মানুষ পারাপার হচ্ছে।’

সাভার প্রতিনিধি জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের উভয় পাশে গত শনিবার রাত থেকেই ছিল তীব্র যানজট। এতে এই পথ পাড়ি দিতে ৩-৪ ঘণ্টা সময় লাগছে।

পুলিশ বলছে, লকডাউনে রাজধানীর ভেতরে বাস প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা থাকায় গাড়িগুলোকে আমিনবাজার থেকেই ঘুরিয়ে সাভারমুখী করা হচ্ছে। এ কারণেই মূলত যানজটের সৃষ্টি। গত শনিবার বিকালের পর থেকেই এই সড়কে গাড়ির চাপ বাড়তে দেখা গেছে। সন্ধ্যার পর থেকে দেখা দেয় তীব্র যানজট। ৮ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে ৩-৪ ঘণ্টা।  রবিবারও দিনভর এ সড়কে ছিল তীব্র যানজট।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »