বুধবার ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


স্ত্রী-সন্তানদের নামে সম্পদের পাহাড়
দুদকের ৪মামলা,পিআইও আবুল কালাম আজাদ এখনো বহাল তবিয়তে
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুদকের ৪মামলা,পিআইও আবুল কালাম আজাদ এখনো বহাল তবিয়তে

বিডি ২৪ নিউজ অনলাইন: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ৭ মাসের ব্যবধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ৪টি মামলা হলেও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ এখনো বহাল তবিয়তে রয়েছেন।

মামলাগুলোতে স্ত্রী, সন্তান ও শ্যালককে আসামি করা হলেও তারাও আছেন ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় তিনি অনিয়মিত অফিস করলেও প্রশাসন পিআইওর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জনমনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত পিআইও আবুল কালাম আজাদ পাবনার সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের শমসের আলী মিয়ার ছেলে। তার শ্যালক জামাল উদ্দিন ফকির একই উপজেলার হাকিমপুর নতুনপাড়ার আফতাব উদ্দিন ফকিরের ছেলে।

দুদকের বক্তব্য ও মামলার বিবরণ
দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল আলম সরকার বলেন, শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ সরকারি চাকরির সুবাদে অবৈধ উপায়ে শুধু স্ত্রী-সন্তানের নামেই নয়, সম্পদ গড়েছেন শ্যালকের নামেও। উপার্জিত অর্থকে বৈধতা দিতে শ্যালকের নামে ১ কোটি ২৮ লাখ টাকায় দুটি গাড়ি কিনেছেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এসব তথ্য পাওয়ায় ২৩ অক্টোবর দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় পিআইও আবুল কালাম আজাদ ও তার শ্যালক জামাল উদ্দিন ফকিরকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে অভিযোগ ওঠায় প্রাথমিক অনুসন্ধান শেষে ২০২৪ সালের ৭ অক্টোবর পিআইওর বিরুদ্ধে নোটিশ জারি করে দুদক। এরপর একই বছরের ৮ ডিসেম্বর তিনি ৩২ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের স্থাবর ও ১ কোটি ৩৩ লাখ ১১ হাজার ১৮২ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদান করেন। এতে প্রতীয়মান হয় যে, কমিশনে পিআইওর দাখিল করা সম্পদ বিবরণীতে ২৬ লাখ ২৯ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

শ্যালকের নামে অবৈধ সম্পদ

অনুসন্ধানকালে তার শ্যালক জামাল উদ্দিন ফকিরের নামে দুদক মোট ১ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ১৮২ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পায়। একই সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ২৭ লাখ ৯৫ হাজার টাকা। মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ১৯ লাখ ৮১ হাজার ১৮২ টাকা। গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ১০ লাখ ৭ হাজার টাকা।

সম্পদ বিবরণী যাচাইকালে প্রতীয়মান হয় যে, তিনি অসাধু উপায়ে ১ কোটি ৯ লাখ ৭৪ হাজার ১৮২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এছাড়াও, আসামি আবুল কালাম আজাদ অবৈধ আয় দ্বারা তার শ্যালক জামাল উদ্দিন ফকিরের নামে ৩২ লাখ ৫০ হাজার টাকায় একটি গাড়ি ও ৯৬ লাখ টাকার একটি জিপ গাড়ি ক্রয়ে সহযোগিতা করার প্রমাণ পাওয়া গেছে। যা দুর্নীতি দমন কমিশন আইনে দণ্ডবিধি’র ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আগের তিন মামলা
এর আগে চলতি বছরের ১১ মার্চ পিআইও আবুল কালাম আজাদ, তার স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক।

আবুল কালাম আজাদ: ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন।

স্ত্রী মর্জিনা খাতুন: ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৪৮৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন।

ছেলে ফজলে রাব্বি রিয়ন: ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন।

যা জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে সহায়তা করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য
পিআইও আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, হয়রানি করার জন্য একই ধরনের অভিযোগে দুদক পরপর ৪টি মামলা করেছে। আমিও দেখব, তারা আমার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে কী করতে পারেন। অনিয়মিত অফিস করার বিষয়টি অস্বীকার করেন তিনি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বলেন, পিআইও আমার অধীনস্থ কর্মকর্তা না হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না। আপনি জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসে যোগাযোগ করতে পারেন। তিনি অনিয়মিত অফিস করার বিষয়টি অস্বীকার করেছেন।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ বলেন, দুদকে মামলা হলেও বিষয়টি পিআইওর ব্যক্তিগত। মামলায় চার্জশিটভুক্ত হলে তখন আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। এর আগে আমাদের কিছু করার নেই। অনিয়মিত অফিস করার বিষয়টি খতিয়ে দেখা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত
Translate »