সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



দেশে প্রতিবন্ধীর সংখ্যা ৪০ লাখ ৩৩ হাজার, বেশি খুলনায় কম সিলেটে
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২, ১১:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশে প্রতিবন্ধীর সংখ্যা ৪০ লাখ ৩৩ হাজার, বেশি খুলনায় কম সিলেটে

দেশের মোট জনসংখ্যার ২ দশমিক ৮০ শতাংশ প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী মানুষের মধ্যে পুরুষ ৩ দশমিক ২৮ শতাংশ এবং নারী ২ দশমিক ৩২ শতাংশ। এক্ষেত্রে ১১ ধরনের প্রতিবন্ধীতার শিকার তারা। ২০১১ সালের জনশুমারির তথ্য অনুযায়ী মোট প্রতিবন্ধী সংখ্যা দাঁড়ায় ৪০ লাখ ৩৩ হাজার ২৬৮ জনে। 

সবচেয়ে বেশি প্রতিবন্ধী মানুষ রয়েছে খুলনা বিভাগে ৩ দশমিক ৬২ শতাংশ এবং সবচেয়ে কম রয়েছে সিলেট বিভাগে ২ দশমিক ১৫ শতাংশ। জন্মগত সমস্যায় সবেচেয়ে বেশি ৪১ দশমিক ০৯ শতাংশ মানুষ প্রতিবন্ধী হচ্ছেন। সেই সঙ্গে কর্মক্ষম হলেও কর্মের বাইরে রয়েছেন ৬৬ দশমিক ২২ শতাংশ প্রতিবন্ধী মানুষ। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ-২০২১ এর চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও এ বিবিএস অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 

এতে সভাপতিত্ব করেন বিবিএস’র মহাপরিচালক মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ মোস্তফা কামাল। 

বক্তব্য দেন বিবিএসের ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ ইউংয়ের পরিচালক মাসুদ আলম। মূল প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ প্রকল্পের পরিচালক ইফতেখাইরুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপংকর রায়। 

অনুষ্ঠানে জানানো হয়, জরিপ পরিচালনার জন্য হাতে নেওয়া প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৪ লাখ টাকা। এটি ২০১৯ সালের জুলাই থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। প্রতিবেদন বলা হয়, দেশের মোট প্রতিবন্ধীর মধ্যে শহরে জনসংখ্যার ২ দশমিক ৪৫ শতাংশ এবং পল্লী এলাকায় ২ দশমিক ৮৯ শতাংশ। প্রতিবন্ধী মানুষের মধ্যে সবচেয়ে বেশি শারীরিক প্রতিবন্ধী ১ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া অটিজম আছে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। প্রতিবন্ধিতা তৈরি করে এমন মানুষিক অসুস্থতা আছে শূন্য দশমিক ২৯ শতাংশ। আরও আছে দৃষ্টি প্রতিবন্ধী শূন্য দশমিক ৪৬ শতাংশ, বাকপ্রতিবন্ধী শূন্য দশমিক ৩২ শতাংশ, বুদ্ধি বৃত্তিক প্রতিবন্ধী শূন্য দশমিক ২২ শতাংশ এবং শ্রবণ প্রতিবন্ধী শূন্য দশমিক ৩৮ শতাংশ। এছাড়া সেবিয়াল পালসি শূন্য দশমিক ০৮ শতাংশ, ডাউন সিন্ড্রোম শূন্য দশমিক ০৪ শতাংশ, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীতা শূন্য দশমিক ০২ শতাংশ, বহুমাত্রিক প্রতিবন্ধিতা শূন্য দশমিক ৩৫ শতাংশ এবং অন্যান্য প্রতিবন্ধিতা শূন্য দশমিক ০৫ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা বিভাগের প্রতিবন্ধী মানুষের সংখ্যা ২ দশমিক ৫১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২ দশমিক ৪১, বরিশালে ২ দশমিক ৪২, ময়মনসিংহে ২ দশমিক ৪৫, রাজশাহীতে ৩ দশমিক ৩০ এবং রংপুর বিভাগের প্রতিবন্ধী আছে ৩ দশমিক ৫৪ শতাংশ। অসুস্থতাজনিত কারণে প্রতিবন্ধী হয়েছে ৩৬ দশমিক ৬৫ শতাংশ, গাছ বা ছাদ থেকে পড়ে ১২ দশমিক ২৭ শতাংশ, সড়ক দুর্ঘটনায় ৫ দশমিক ৫০ শতাংশ এবং আগুন দুর্ঘটনায় ১ দশমিক ০৮ শতাংশ। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে শূন্য দশমিক ৪৬ শতাংশ, রেল দুর্ঘটনায় শূন্য দশমিক ০৫ শতাংশ এবং অন্যান্য দুর্ঘটনায় প্রতবন্ধী হচ্ছে ৩ দশমিক ৯৭ শতাংশ মানুষ। সেই সঙ্গে বেশি বয়স্ক মানুষদের মধ্যে প্রতিবন্ধিতার হার বেশি বলে লক্ষ্য করা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, বৈষম্যমূলক আচরণ বা নিগ্রহের শিকার হয়েছেন এমন প্রতিবন্ধীর শতকরা হার ৪৩ দশমিক ৭০। এছাড়া যাদের নিবন্ধন রয়েছে এমন প্রতিবন্ধীরা কখনো ভাতা পেয়েছেন তাদের হার ৯১ দশমিক ৪৩ শতাংশ। নিবন্ধিত ও অনিবন্ধিত মিলে ভাতা পেয়েছে ৩৩ দশমিক ৮৭ শতাংশ প্রতিবন্ধী। 

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শাহনাজ আরেফিন বলেন, এসব তথ্য সরকারের নীতিনির্ধারণ এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্র ব্যাপক অবদান রাখবে। এর ফলে প্রতিবন্ধীদের কল্যাণ এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি পরিকল্পনা নেওয়াটা সহজ হবে।

ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, প্রতিবেদনে দেখা গেছে সাধারণ মানুষের চেয়ে প্রতিবন্ধীরা সব ধরনের কাজে আড়াইগুণ পিছিয়ে আছে। এটি একেবারেই নতুন একটি বিষয়। এছাড়া প্রতিবন্ধীদের মধ্যে কর্মে নিয়োজিত নয় এমন সংখ্যা মোট প্রতিবন্ধীর ৬৬ দশমিক ২২ শতাংশ। এর বাইরে কর্মে নিয়োজিত আছেন ৩৩ দশমিক ৭৮ শতাংশ। এসব তথ্য নীতি নির্ধারণের ব্যাপক কাজে আসবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »