রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



দেশ আজ কার নিয়ন্ত্রণে চলছে, প্রশ্ন ড. কামালের
প্রকাশ: ২৬ আগস্ট, ২০১৯, ৭:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশ আজ কার নিয়ন্ত্রণে চলছে, প্রশ্ন ড. কামালের

অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে ‘বঙ্গবন্ধু হত্যা ও প্রতিরোধযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভায় কাদের সিদ্দিকী ও ড. কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৬ আগস্ট। ছবি: দীপু মালাকারবঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী দেশ এখন জনগণের মালিকানায় আছে কি না, প্রশ্ন রেখে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, বিভিন্নভাবে অভিযোগ করতে হচ্ছে, দেশ আজকে কার নিয়ন্ত্রণে চলছে। বঙ্গবন্ধুকে অবমাননা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর কথা ষোলো আনা অমান্য করা হচ্ছে।

কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু হত্যা ও প্রতিরোধযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল জনগণ হবে ক্ষমতার মালিক। আজ নিজের দিকে তাকিয়ে দেখেন আমরা কি মালিকের ভূমিকায় আছি? বিভিন্নভাবে অভিযোগ করতে হচ্ছে, দেশ আজকে কার নিয়ন্ত্রণে চলছে? পুলিশ কার আদেশে মানুষকে হয়রানি করছে? জনগণ যদি ক্ষমতার মালিকের ভূমিকায় থাকত, আজকে এ ধরনের আইনশৃঙ্খলার অবস্থা থাকত না, নারী নির্যাতিত হতো না, হত্যাকাণ্ডের শিকার হতো না। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ হলে এসব কল্পনা করা যেত না।’

সরকার এটাকে বঙ্গবন্ধুর বাংলাদেশ বলার চেষ্টা করলেও মানুষ তা বিশ্বাস করবে না বলে উল্লেখ করেন ড. কামাল। তিনি বলেন, সরকারের অবহেলা ও পুলিশকে যেভাবে অপব্যবহার করা হচ্ছে, তাতে বঙ্গবন্ধুকে দৈনন্দিন অবমাননা করা হচ্ছে। বঙ্গবন্ধুকে সম্মান ও শ্রদ্ধা করা হলেও তাঁর (বঙ্গবন্ধু) কথাকে ষোলো আনা অমান্য করা হচ্ছে।

গণফোরাম সভাপতি এ অবস্থা থেকে সমাজকে বের করে আনতে চান। তিনি জনগণের ঐক্যের ওপর জোর দেন। তিনি বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের সময়ের মতো জনগণকে আবার ঐক্যবদ্ধ দেখবেন। বঙ্গবন্ধুর অনুপ্রেরণাকে সামনে রেখে ঐক্যের রাজনীতি করার কথা বলেন কামাল হোসেন। তিনি আরও বলেন, যারা বঙ্গবন্ধুর নাম নেয় কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে না, তারা অনৈক্যের রাজনীতি করে যাচ্ছে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে যাচ্ছে। তাদের স্বৈরাচার উল্লেখ করে কামাল হোসেন বলেন, স্বৈরাচারের বৈশিষ্ট্য হলো মানুষকে বিভক্ত করে রাখা, যাতে স্বৈরতন্ত্রকে বাঁচিয়ে রাখা যায়।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব অভিযোগ করেন, বঙ্গবন্ধুর দল ও তাঁর সরকার তাঁকে বাঁচানোর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। স্বাধীনতার পরে জাতীয় সরকার গঠন করা হলে বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হতো না। আওয়ামী লীগকে দোষারোপের বাইরে গিয়ে সত্য উদ্‌ঘাটন করার আহ্বান জানান রব। জাতীয় ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এককভাবে কর্মসূচি দিয়ে স্বৈরাচারের আয়ু বৃদ্ধি হচ্ছে বলে জানান।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান। এবার ১৫ আগস্ট শোক দিবসের দিনে তাঁকে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নিজ দলের সরে যাওয়ার জন্য তিনি বিএনপিকে দায়ী করেন। তিনি বলেন, শেখ হাসিনাকে সরিয়ে তারেক রহমানকে নেতা বানানোর রাজনীতি তিনি করেন না। এ সভায় জাতীয় ঐক্যফ্রন্টের সব শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান কাদের সিদ্দিকী।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »