বৃহস্পতিবার ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


ব্রি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের শ্রমিক আনোয়ার বেপরোয়া
ধান গবেষণায় শৃঙ্খলা ফেরাতে পারেনি খালেকুজ্জামান
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ৪:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধান গবেষণায় শৃঙ্খলা ফেরাতে পারেনি খালেকুজ্জামান

বিডি ২৪ অনলাইন নিউজ: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বিগত ফ্যাসিস্ট আমলের শেষ সাত বছর টানা মহাপরিচালকের দায়িত্ব পালন করেন ড. শাহজাহান কবির। কৃষি বিজ্ঞানী না হয়েও ধান গবেষণার মতো প্রতিষ্ঠানের কৃষি বিজ্ঞানীদের মাথার ওপর বসানো হয় তাকে। তখনকার কৃষিমন্ত্রী-সচিবদের অন্ধ আনুগত্য এবং আওয়ামী লেজুড়বৃত্তি করাই তার প্রধান যোগ্যতা। দল বিবেচনায় প্রতিষ্ঠানটিতে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন করা হতো। ২০২৪-এর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের বছর পেরিয়ে গেলেও কৃষি বিজ্ঞানীদের এই প্রতিষ্ঠানটিতে এখনো শৃঙ্খলা ফেরেনি। শাহজাহান কবিরের নানা নাটকীয়তায় স্বেচ্চায় চাকরি থেকে অব্যাহতি নেয়ার পর ডিজির রুটিন দায়িত্ব পান ড. মোহাম্মদ খালেকুজ্জামান। কিন্তু তিনি প্রতিষ্ঠানটিতে শৃঙ্খলা ফেরাতে পারেননি। বিগত সময়ের সুবিধাভোগী দলবাজ কর্মকর্তারা এখনো গুরুত্বপূর্ণ দফতরে বহাল রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ সিনিয়রকে ডিঙিয়ে পদোন্নতি নিয়েছিলেন। জানা যায়, বিগত ফ্যাসিস্ট আমলে ব্রিতে নিয়োগবাণিজ্য হয়েছে। আওয়ামী কোটায় নিয়োগ দেয়া হয়েছে। পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রেও নানা অনিয়ম হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রকল্পে এবং প্রাতিষ্ঠানিক নানা অনিয়ম-দুর্নীতি তো রয়েছেই। এসব বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ব্রির কয়েকজন কর্মকর্তার সাথে আলাপ করে জানা যায়, ফ্যাসিস্ট সরকার পতনের প্রায় আট মাস পর বিগত সময়ের নানা অনিয়ম, দুর্নীতি তদন্তে কমিটি হয়েছে। কমিটিতেও আবার কেউ কেউ বিগত সময়ের সুবিধাভোগী রয়েছেন। তদন্ত কার্যক্রম চলমান থাকা অবস্থায়ই প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। নাম না প্রকাশে একাধিক কর্মকর্তা বলেন, স্বৈরাচারের পতন হলেও ব্রি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিএনপিতে আবার একাধিক গ্রুল্প রয়েছে। বিগত সময়ের সুবিধাভোগীদের নিয়ে ফের একটি সিন্ডিকেট তৈরি হয়েছে ব্রিতে। যারা নিয়োগ, পদোন্নতি ও পদায়নে শক্তি প্রয়োগ করছে।

আদালতের আদেশও মানা হচ্ছে না : ব্রি সূত্রে জানা যায়, কৃষি খাতের সবচেয়ে বড় প্রকল্পের নাম পার্টনার। শেখ হাসিনা সরকারের পতনের পর ব্রি অংশের পিডি আব্দুল কাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। কিন্তু তার এই পদত্যাগ গ্রহণ করা হয়নি। ব্রির একটি পক্ষ এ নিয়ে সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ। জানা যায়, ব্রির সমাপ্ত প্রকল্প ইন্টিগ্রেটেড অ্যাগ্রিকালচারাল প্রোডাকটিভিটি প্রজেক্টের (আইএপিপি) তৎকালীন হিসাবরক্ষক-কাম-কম্পিউটার অপারেটর তাহমিনা সরোয়ার ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তার চাকরি রাজস্ব খাতে আত্মীকরণের নির্দেশ দেন এবং পরে সর্বোচ্চ আদালতও হাইকোর্টের রায় বহাল রাখেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাহমিনার চাকরি আত্তীকরণ করা হয়নি। গত আগস্ট বিপ্লবের পর তিনি আবার ব্রি কর্তৃপক্ষের শরণাপন্ন হন। আদালতের আদেশ বাস্তবায়ন না করে গত ৬ অক্টোবর তার পদসহ বিভিন্ন শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্রি। এতে ক্ষুব্ধ হয়ে তাহমিনা সরোয়ার পুনরায় কৃষি মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করেন।

ব্রির ডিজিকে শোকজ : এ দিকে আদালতের রায় থাকা সত্ত্বেও কেন তাহমিনা সরোয়ারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। গত ১২ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের উপসচিব (গবেষণা-৩ অধিশাখা) শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ‘সমাপ্তকৃত এন্টিগ্রেটেড অ্যাগ্রিকালচারাল প্রডাক্টিভিটি প্রজেক্টের তৎকালীন অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর তাহমিনা সারোয়ার তার চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে হাইকোর্টের রিট পিটিশন করেন। মামলায় হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও কী কারণে তার চাকরি রাজস্ব খাতে আত্তীকরণ করা সম্ভব হয়নি, সে বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে বিস্তারিত মতামত পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। সূত্র জানায়, শুধু তাহমিনা সরোয়ারই নন, ব্রির আরো তিনটি তিনটি সমাপ্ত প্রকল্পের (যেমন ওআরআপি, এফএমটিডি ও আইএপিপি) প্রায় ১৮-২০ জন কর্মকর্তা-কর্মচারী আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আত্তীকরণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, নিয়োগ বাণিজ্য চালিয়ে যাওয়ার স্বার্থেই বর্তমান ব্রি কর্তৃপক্ষ আদালতের আদেশ বাস্তবায়ন করছে না। সংশ্লিষ্টরা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আমলেও ড. মোহাম্মদ খালেকুজ্জামান সুবিধাভোগী ছিলেন। শেখ হাসিনার পতনের পর ব্রির তখনকার পরিচালক খালেকুজ্জামানকে মহাপরিচালকের দায়িত্ব দেয় সরকার। তার বিরুদ্ধেও বিভিন্ন সময় নানা অনিয়মের খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। আগের সরকারের সময় সুবিধাভোগীরা এখনো যার যার দফতরে বহাল রয়েছেন। কিন্তু খালেকুজ্জামান ডিজি হওয়ার পর এসব পদে কোনো পরিবর্তন করেননি। ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করে বলেন, আমরা বছরের পর বছর ব্রির সেবা দিয়েছি, আদালতের রায় আমাদের পক্ষে। তারপরও আমাদের আত্তীকরণ করা হচ্ছে না, শুধু নিয়োগ ব্যবসার স্বার্থে। তারা বলছেন, সম্প্রতি ব্রিতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম শেষ হবে। নিয়োগ বিজ্ঞপ্তি জারির পর ব্রি এবং কৃষি মন্ত্রণালয়কেন্দ্রিক একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। আদালতের রায়ের পরও চাকরি স্থায়ী না করায় ভুক্তভোগীরা চলতি সপ্তাহেই উচ্চ আদালতে রিট করবেন।

বারবার কর্মকর্তাকে পেটাচ্ছেন এক কর্মচারী : নাম মো: আনোয়ার হোসেন। ব্রি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সামান্য একজন শ্রমিক। কিন্তু তিনি বারবার কর্মকর্তা-কর্মচারীদের গায়ে হাত তুললেও কোনো ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে তিনি যেমন বেপরোয়া ছিলেন, এখনো স্বভাব বদলায়নি। সর্বশেষ গত ৭ অক্টোবর ব্রির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা (উপ সহকারী প্রকৌশলী) মো: শহিদুল ইসলাম ব্রির ক্যাম্পাসে অনুমতি ছাড়া গাছ কেটে গ্যারেজ নির্মাণ করার বিষয়ে আনোয়ার হোসেনকে জিজ্ঞেস করায় তিনি অশ্লীল গালাগালি করেন। পরের দিন ৮ অক্টোবর কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজের (প্রান্ত) রুমে তার উপস্থিতিতেই আনোয়ার তার অনুসারীদের নিয়ে শহিদুলকে শাসায় এবং একপর্যায়ে তার পাঞ্জাবির কলার ধরে এলোপাতাড়ি কিল, ঘুষ ও চরথাপ্পড় মারেন। এ বিষয়ে গত ১৩ অক্টোবর লিখিতভাবে ব্রি মহাপরিচালক বরাবর অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে আরো বলা হয়, আনোয়ার হোসেন কর্মচারী হলেও তিনি কোনো কিছুকেই তোয়াক্কা করেন না, ঠিকমতো অফিসে আসেন না। শ্রমিকের কোনো কাজও করেন না। খামার ডিভিশনের একটি রুম দখল করে অফিস এবং নিজের ঠিকাদারি কাজের গোডাউন বানিয়েছেন। এখানে কোনো নির্মাণ কাজের টেন্ডার হলেই লোকজন নিয়ে ওই কাজ পেতে (অন্যকে পাইয়ে দিতে) ভয়ভীতি দেখান। তার বিরুদ্ধে আরো নানা অভিযোগের কথা আবেদনে বলা হয়। বিগত আওয়ামী সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে আনোয়ার হোসেন কমপক্ষে ২০ কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও অপদস্ত করেছেন। তাদের নামসহ অভিযোগ দেয়া হয় ব্রির মহাপরিচালক বরাবর আবেদনে। শহিদুলের পাশাপাশি ওই আবেদনে ব্রির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পিএসও এবং প্রধান ড. মুহাম্মদ আশিক ইকবাল খান এতে স্বাক্ষর করেছেন। জানা যায়, আনোয়ার হোসেনের শাস্তির দাবিতে আজ রোববার ব্রির কর্মকর্তা কল্যাণ সমিতি প্রতিবাদ সভা ডেকেছে। এ বিষয়ে ব্রির মহাপরিচালক ড. খালেকুজ্জামান  জানান, তাকে ইতোমধ্যে বদলি করা হয়েছে। তার বড় শাস্তি হবে, সেই প্রস্তুতি চলছে। এ সময় তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। ‘আপনাকে শোকজ দিয়েছে মন্ত্রণালয়, আদালতের রায় ব্যস্তবায়ন করছেন না-উল্টো ওই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এ বিষয়ে একটা বক্তব্য দরকার’-ডিজির হোয়াটসঅ্যাপে এই ম্যাসেজ দেয়ার পর সিন হলেও তিনি কোনো মন্তব্য করেননি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতের মাঝে থাকা ডুরান্ড লাইন,দীর্ঘদিন ধরেই চলে আসছে বিতর্ক   বিতর্কিত প্রকৌশলী ইকবাল কবিরের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক   কালচারাল অফিসার অসিত বরন পালিয়ে গেল গভীর রাতে   বরিশালের এলজিইডি নির্বাহী প্রকৌশলী আতিকুল’র সঙ্গে বন্ধু ফুলকাম বাদশার স্ত্রীর পরকীয়ার অভিযোগ   মা ইলিশ বাঁচাতে জলকামান ব‌্যবহার   সুনামগঞ্জের ছাতকে সোনাই নদীর বালু লুটে প্রভাবশালী সিন্ডিকেট   বরগুনার তালতলীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে   পালিয়ে যেতে পারে বরিশাল শিল্পকলার অসিত বরন দাশ   আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের   জাতীয় নির্বাচনের তফশিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে:সিইসি   বরিশাল শিল্পকলার সেই বিতর্কিত অসিতকে এবার ব্রাহ্মণবাড়িয়াতে বদলি   কুমিল্লা শিক্ষাবোর্ড: ইংরেজি ও উচ্চতর গণিতে ভরাডুবি   বাউফলে শিক্ষক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা   টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Translate »