সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



পটুয়াখালী ওজোপাডিকো: নির্বাহী প্রকৌশলীর মো. মাঈনউদ্দীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২২, ১:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালী ওজোপাডিকো: নির্বাহী প্রকৌশলীর মো. মাঈনউদ্দীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পটুয়াখালী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশালী মো. মাঈনউদ্দীনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

জানা যায়, বিদ্যুৎ বিক্রয় বিতরণ, সিস্টেম লস, গ্রাহকসেবা উন্নয়ন এবং অনিয়ম-দুর্নীতি রোধের লক্ষ্যে ২০০৭ সালের ১৬ ডিসেম্বর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা নিয়ে গঠন করা হয় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। কোম্পানি গঠনের ২ বছর নিয়ম মেনে চলে আসছিল ওজোপাডিকোর পটুয়াখালীর কার্যক্রম। কিন্তু ২০০৯ সাল থেকে ওজোপাডিকো পটুয়াখালীতে দুর্নীতির মহোৎসব শুরু হয়।

পাওয়ার হাউজের স্টোরে রক্ষিত তামার তার, শহর প্রকল্পের তার চুরি এবং বিক্রির আভিযোগে তৎকালীন নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। মামলা সূত্রে এবং নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, নির্বাহী প্রকৌশলী নিয়মবহির্ভূতভাবে কর্তৃপক্ষকে না জানিয়ে বিনা টেন্ডারে প্রায় ৪শ বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে আর্থিকভাবে লাভবান হন। পটুয়াখালী পৌরসভার ৪ লেন প্রকল্পের সড়কে তিতাস মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত এবং শহরের নতুন নতুন রাস্তা বর্ধিতকরণ ও ড্রেন নির্মাণের কারণে এসব খুঁটি অপসারণ করা হয়। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শহরের বিদ্যুতের ২টি সোর্স চৌরাস্তা থেকে ১৩২ কেভি গ্রিড এবং ৩৩/১১ কেভি লাইন ডিজবেল্টিং করেছেন, যা নিয়মবহির্ভূত। সূত্র আরও জানায়, তিনি শহরের ফটিকের খেয়াঘাটের আলামিনের ১০তলা ভবন, তিতাস মোড়ে সুবর্ণা টাওয়ার, নবাবপাড়ার বিসমিল্লাহ ভবন, বালিকা বিদ্যালয় সড়কের রুপালি ভবন, সবুজবাগ ৩নং লেনের ১০তলা ভবন, সবুজবাগ ১নং লেনের পটুয়াখালী টাওয়ারসহ শহরের একাধিক ১০তলা-৫তলা ভবনে ইস্টিমেট ছাড়া সংযোগ এবং অস্থায়ী মিটার না দিয়ে আবাসিক মিটার দিয়ে নির্মাণকাজ চালানোর অনুমতি দেন। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তাছাড়াও শহরের নির্মাণাধীন বহুতল ভবনেও অনুরূপ সংযোগ রয়েছে এবং তিনি বিভিন্ন শিল্পকারখানাসহ বহুতল ভবনে অবৈধ সংযোগ দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, যা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে সূত্র নিশ্চিত করেছে।

ওজোপাডিকো পটুয়াখালীর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় সহকারী প্রকৌশলী এসএম আব্দুল করিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে তিনি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলি আদালতে মামলা করেন, মামলা নং- ১৫৩৯ (১৪/১১/২০২২)। দুর্নীতি, অনিয়ম এবং মামলার বিষয় জানতে চাইলে ওজোপাডিকোর পটুয়াখালীর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মাঈনউদ্দীন কোনো বক্তব্য দিতে রাজি হননি। ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা হয়েছে শুনেছি, তবে এখনো কোনো কাগজ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওজোপাডিকোর ম্যানেজিং ডিরেক্টর মো. আজাহারুল ইসলাম মোবাইল ফোনে বলেন, মামলার কাগজ এবং নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »