প্রাণিসম্পদ অধিদপ্তর:দরপত্র খোলার আগেই ২.৫ কোটি টাকার চুক্তিতে কাজ নিশ্চিত করলো প্রুভেন বুল প্রকল্পের প্রকল্প পরিচালক
প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ১:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
অনলাইননিউজ: প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে বাস্তবায়ীতব্য “ দুধ ও মাৎস উৎপাদন বৃদ্ধির লক্ষে “প্রুভেন বুল তৈরী প্রকল্পের” এর অধীনে আউটসোর্সিং এর মাধ্যমে মোট ১২৭ টি পদের বিপরীতে জনবল সরবরাহের লক্ষে ঠিকাদার নিয়োগের জন্য বিগত ০১/০৯/২০২৫ ইং তারিখে দরপত্র আহ্বান করা হয়। উক্ত দরপত্রের দরপ্রস্তাব করার শেষ তারিখ ছিল বিগত ২৯/০৯/২৫ ইং তারিখ।
দরপত্রে প্রকল্প পরিচালকের অফিস ফার্মগেটস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরে উল্লেখ করা হলেও বিগত ১ মাসে পিডি অধিকাংশ সময় সাভারে সময় কাটিয়েছেন।ফলে তাকে অফিসে পাওয়া যায়নি। এমন কি সিডিউল ক্রয়ে পিডি সয়ং অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিরুৎসাহিত করেছেন বলেও অনেকে মৌখিক ভাবে জানান।
স্বাভাবিক নিয়মে দরপত্র নোটিশে জনবলের বিবরণ থাকে কিন্তু আলোচ্য দরপত্রের দরপত্র নোটিশে জনবলের কোন বিবরণ উল্লেখ করা হয়নি। আরো অভিযোগ রয়েছে পিডি কোন নিয়ম না মেনেই নিজের ইচ্ছা মত ৪৫ লক্ষ টাকার সিকিউরিটি চেয়েছেন।অন্যদিকে দরপত্র দলিলে উল্লেখ করা হয়েছে ৯৩ টি “প্রযোজনী তথ্য সহকারী” পদের জন্য এইচ এস সি বিজ্ঞানে ২য় শ্রেনী পাশ থাকতে হবে এবং দরপত্রের সাথে পুর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত থাকতে হবে। এই শর্তটি দেয়া হয়েছে বিশেষ একটি প্রতিষ্ঠানকে কাজ নিশ্চিত করার জন্য।
অভিযোগ রয়েছে প্রকল্প পরিচালক “ আয়াত সিকিউরিটি সার্ভিস লিমিটেড” নামক একটি প্রতিষ্ঠানের সাথে দরপত্র আহ্বানের পূর্বেই মৌখিক চুক্তি করেছেন পিডি ।
সেখানে “ প্রযোজনী তথ্য সহকারী” পদের জন্য জনপ্রতি ২ লক্ষ টাকা করে , জেনেটিক রিসার্চার পদের জন্য ৩ লক্ষ টাকা করে এবং এ্যনিমেল এটেনডেন্ট পদের জন্য জনপ্রতি ১ লক্ষ টাকার চুক্তি করা হয়েছে।অর্থাৎ
সর্বমোট ২ কোটি ৫০ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করা হবে।দরপত্রে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান সমুহ নিশ্চিত পূর্ব নির্ধারিত চুক্তি মোতাবেক “ আয়াত সিকিউরিটি সার্ভিস লি:” ই জনবল সরবরাহের কাজ পাচ্ছে ।তাদের অভিযোগ পিডির এ ধরনের প্রতারনা করার কোন যুক্তি ছিল না।
পিডি এবং আয়াত সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের মধ্যে এ ধরনের চুক্তির প্রেক্ষিতে যথা সময়ে দরপত্রের সাথে সনদপত্র সহ জীবন বৃত্তান্ত জমা দেয়ার লক্ষে আয়াত সিকিউরিটি সার্ভিস লিমিটেড দেশের স্বনাম ধন্য চাকুরীর বিজ্ঞাপনদাতা বিডি জব.কম অনলাইনের মাধ্যমে বিগত ২৭/০৯/২৫ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । উক্ত বিজ্ঞপ্তিতে প্রকল্প পরিচালকের দরপত্রের সুত্র উল্লেখ করা হয়েছে।তার অর্থ দাঁড়ায় আয়াত সিকিউরিটি সার্ভিস কাজ পেয়েছে এবং জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।
একাধিক আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান মৌখিকভাবে অভিযোগ করেছে যে, পিডির সাথে পূর্ব চুক্তি ছাড়া আয়াত সিকিউরিটি সার্ভিস কিভাবে ঐ প্রকল্পের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিলো?
সংশ্লিষ্টদের অভিযোগ যদি দরপত্র মুল্যায়নের আগেই কাজ দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়ে থাকে তাহলে শুধু মাত্র লোক দেখানোর জন্য দরপত্র আহ্বানের কোন প্রয়োজন ছিল কি?
এ বিষয়ে অভিযোগকারীরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা , সচিব ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের পদক্ষেপ কামনা করেছেন।