রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজে রাবি শিক্ষার্থী
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২, ৩:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজে রাবি শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি | কলাপাড়া (পটুয়াখালী) :
পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজে রাবি শিক্ষার্থী
দারিদ্র ঠেকাতে পারেনি অদম্য মেধাবী ইমরান হোসেনের পথচলা। অভাবের সংসারে নিজে রাজমিস্ত্রির কাজ করেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেখাপড়া করছেন তিনি।

ইমরান হোসেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রশিদ মাঝির ছেলে। আট সন্তানের মধ্যে পঞ্চম ইমরান। পেশায় জেলে আবদুর রশিদের চার সন্তান স্কুলের গণ্ডি ফেরুতে পারেননি। পঞ্চম সন্তান ইমরান নিজের পাশাপাশি ছোট ভাই-বোনদেরও পড়ালেখার দায়িত্ব নিয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ইমরান কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পাশ করেন। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন।

এ বিষয়ে ইমরান হোসেন বলেন, ১০-১২ জনের জেলে পরিবার আমাদের। তিন বেলা খাবার যোগাতে হিমশিম খান আমার বাবা। তাই আমার বড় চার ভাই-বোন লেখাপড়া করতে পারেননি। মাধ্যমিকে ভর্তি হওয়ার পর খেয়ে না খেয়ে লেখাপড়া চালিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান আমার দায়িত্ব নেন।

তিনি বলেন, কলেজে পা রাখার পরে ছোট ভাইয়ের দায়িত্ব এসে পরে আমার ঘাড়ে। লেখাপড়ার পাশাপাশি কাজ শুরু করি দিনমজুরের। কাজ করার ফাঁকে যতটুকু সময় পেতাম ঘরের চৌকিতে বসে যেতাম বই নিয়ে। প্রথমবার কেনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিললো না। হতাশ হয়ে পড়ি কিন্তু হাল ছেড়ে দেইনি। দ্বিতীয়বার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়৷

১ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। এর আগে রাজশাহী যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক খরচটাতো অন্তত সঙ্গে নিয়ে যেতে হবে। যার জন্য এখন দিনমজুরের কাজ করছি। সকালে ঘুম থেকে উঠে কিচ্ছুক্ষণ লেখাপড়া করি। সাড়ে ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচশত টাকা দৈনিক মজুরি হিসেবে কাজ করছি।

মাকসুদুর রহমান সুমন নামের তার এক প্রতিবেশী জানান, ইমরান ছোটবেলা থেকেই শান্ত প্রকৃতির। পরিবারের সবাই জেলে পেশায় নিয়োজিত। তাই সাগরে মাছ না থাকায় মানবেতর জীবনযাপন করতে হতো। কেউ যদি ইমরানের দায়িত্ব নেয় তাহলে একদিন দেশের বড় ভূমিকা রাখবে এ মেধাবী ছাত্র।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক এম জাকির হোসেন বলেন, কলেজে ভর্তি হওয়ার পরে আমরা সবসময় ইমরানের খেয়াল রেখেছি। প্রাইভেট বা কলেজে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছি। তার আপ্রাণ চেষ্টায় ইমরান সফল। আসা রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একদিন ওর স্বপ্ন পূরণ হবে।

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, পারিবারিক অসচ্ছলতায় চাপা পড়ে নিষ্পেষিত হচ্ছিল ইমরানের মেধা। আমি শুধু চেষ্টা করেছি ওর পাশে থাকতে। যে কারণে ওর অক্লান্ত পরিশ্রম আর অদম্য চেষ্টা আমি খুব কাছ থেকে দেখেছি। অদম্য চেষ্টা যে একটা মানুষকে তার স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে নিয়ে যায় তা ইমরান প্রমাণ করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »