বিডি ২৪ নিউজ রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক শিক্ষকের পদোন্নতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লোকমান হোসেনকে বিধি ভেঙে সহযোগী অধ্যাপক করার উদ্যোগে অসন্তোষ দেখা দিয়েছে।
আজ শনিবার সিন্ডিকেট সভায় বিষয়টি এজেন্ডা হিসেবে রাখা হয়েছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। লোকমান হোসেনের পদোন্নতির বিষয়ে আপত্তি জানিয়েছেন বিভাগীয় প্রধান রহিমা নাসরিনসহ দুই শিক্ষক। তাদের অভিযোগ, নিয়মানুযায়ী লোকমান হোসেন পদোন্নতি পাবেন আরও পাঁচ বছর পর। শিক্ষাছুটি নিয়ে তথ্য গোপন করায় তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে। সব জেনেশুনে বিষয়টি তড়িঘড়ি করে সিন্ডিকেট সভায় তোলা হচ্ছে।
সিন্ডিকেটের এক সদস্য বলেন, শনিবারের সিন্ডিকেট সভার দুটি এজেন্ডা লোকমান হোসেন কেন্দ্রিক হওয়ায় মনে হচ্ছে, কর্তৃপক্ষের অতিমাত্রায় আগ্রহ রয়েছে।
জানা যায়, পদার্থবিজ্ঞান বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির (পিঅ্যান্ডডি) সদস্য সহকারী অধ্যাপক আরিফ উল ইসলাম গত ১৪ সেপ্টেম্বর বিভাগীয় প্রধানের কাছে লোকমান হোসেনের পদোন্নতি-সংক্রান্ত মতামতে উল্লেখ করেন, সহকারী অধ্যাপক হিসেবে লোকমান হোসেনের অভিজ্ঞতা দুই বছর চার মাস তিন দিন। পদোন্নতির জন্য আপগ্রেডেশন বিধি অনুযায়ী ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন। তিনি পদোন্নতির শর্ত পূরণ করেননি। পিএইচডি নথিভুক্তকরণ চিঠি দাখিল করেননি। যোগদান গ্রহণ এবং কার্যকর হওয়ার আনুষ্ঠানিক চিঠিও প্রদান করেননি। উপরোক্ত বিষয় বিবেচনা করে আপগ্রেডেশন বিধি অনুযায়ী লোকমান হোসেনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির সুপারিশ করা গেল না।আরিফ উল ইসলাম জানান, মতামত পরিবর্তনের জন্য তাঁর ওপর চাপ আসছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী মতামত দিয়েছেন।
এ ব্যাপারে লোকমান হোসেন জানান, তিনি ১০ বছর আগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। সহযোগী অধ্যাপকের যোগ্যতা অনেক আগে হয়েছে। বিভাগীয় প্রধান পিঅ্যান্ডডি ছাড়ছেন না। ব্যক্তিগত রেষারেষির জন্য তিনিসহ দুই শিক্ষক পদোন্নতি বাধাগ্রস্ত করছেন। পদোন্নতির সঙ্গে শিক্ষাছুটি বেশি ভোগ করার কোনো সম্পর্ক নেই।
২০২৪ সালের ১৬ মে লোকমান হোসেনের অর্জিত পিএইচডি ডিগ্রির সনদ নথিভুক্তকরণে আরোপিত শর্তের ব্যাখ্যার সঠিকতা নির্ণয়ে চার সদস্যের কমিটি হয়। কমিটির এক সদস্য জানান, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষাছুটির ৯ মাস পর লোকমান হোসেন যোগদান করায় তিন মাস গ্রহণ করে বাকি ছয় মাস অসাধারণ (অগ্রহণযোগ্য) ছুটির জন্য প্রস্তাব করা হয়েছে।
পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রহিমা নাসরিন বলেন, চাকরির অভিজ্ঞতা গণ্য হবে নিয়োগপত্রের যোগদান অনুযায়ী। লোকমানের নিয়োগপত্রে লেখা শিক্ষাছুটি শেষে যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগ কার্যকর। সে ক্ষেত্রে আপগ্রেডেশন নীতিমালা অনুযায়ী লোকমানের অভিজ্ঞতা মাত্র দুই বছর চার মাস।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহসিন উদ্দীন বলেন, লোকমান হোসেন পদোন্নতি চেয়ে আবেদন করায় তাঁর পিঅ্যান্ডডি চাওয়া হয়েছে।শিক্ষাছুটির বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত কমিটি বলা ঠিক হবে না।
পিএইচডি শেষে যোগদানের বিষয়ে ব্যাখ্যা চাইলে লোকমান দিয়েছেন। সিন্ডিকেট সভার এজেন্ডা আগে প্রকাশ করা হয় না। তারা কোথায় পেলেন, জানি না।