সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



বাড়িওয়ালার ইচ্ছায় বাড়ে ভাড়া
প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাড়িওয়ালার ইচ্ছায় বাড়ে ভাড়া

বছরের শুরুতে ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। অধিকাংশ বাড়িওয়ালার ইচ্ছায় বাড়ে ভাড়া, তাদের কথাই ঘর ভাড়ার আইন।
প্রতিবাদ করলে বিনা নোটিসে বাসা ছাড়তে বাধ্য করা হচ্ছে ভাড়াটিয়াকে, ভাড়া পরিশোধের রসিদও দেন না অনেকে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মতে, চট্টগ্রাম নগরে বসবাসরতদের মধ্যে ৯০ শতাংশই ভাড়াটিয়া।
এ বিপুলসংখ্যক জনগোষ্ঠীর নতুন বছর শুরু হয় বাড়তি ভাড়ার বোঝা ঘাড়ে নিয়ে। ১৯৯১ সালে প্রণীত আইনে বাড়ি ভাড়ার পরিমাণ নির্ধারণ করতে গিয়ে ‘মানসম্মত ভাড়া’ শব্দটি ব্যবহৃত হয়েছে।

মানসম্মত ভাড়া বলতে আইনের ১৫(১) ধারায় বলা হয়েছে, ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হবে না। আইনের ১০ নম্বর ধারায় বলা আছে, ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালা অতিরিক্ত সালামি, জামানত বা অনুরূপ কোনও টাকা দাবি বা গ্রহণ করতে পারবেন না। আইনের ১৩-এর ১ ধারা অনুযায়ী, বাড়ির মালিক ভাড়া পরিশোধের রসিদ দেবেন। রসিদের একটি অংশ অবশ্যই বাড়ির মালিককে সংরক্ষণ করতে হবে। কিন্তু বাড়ির মালিকরা এ রসিদ দিচ্ছেন কি-না, তা তদারক করা হচ্ছে না। বাড়ি ভাড়া আইনের ৩ ধারায় বলা হয়েছে, সরকার এ আইনের অধীনে কোনও ব্যক্তিকে কোনও এলাকার জন্য ‘নিয়ন্ত্রক’ হিসেবে নিয়োগ করতে পারবে। তিনি মানসম্মত ভাড়া নির্ধারণে সহায়তা করবেন। কিন্তু এলাকাভিত্তিক নিয়ন্ত্রক দৃশ্যমান নয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রতি বছর নগরে বাড়ি ভাড়া বাড়ানো হচ্ছে ১৫-২০ শতাংশ হারে। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ কার্যকর করতে ২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) নামের একটি সংগঠন জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করে। রিট আবেদনটির পরিপ্রেক্ষিতে রুল ও চূড়ান্ত শুনানি শেষে ২০১৫ সালের ১ জুলাই আদালত রায় দেন।

রায়ে বলা হয়, বিদ্যমান আইনটি কার্যকর না হওয়ায় ভাড়াটেদের সুরক্ষা দেওয়া যাচ্ছে না। আইনটি কার্যকরে রাষ্ট্রকে যথাযথ উদ্যোগ নিতে হবে, অন্যথায় সাধারণ মানুষ এ থেকে পরিত্রাণ পাবেন না। রায়ে সারা দেশে এলাকাভেদে সর্বোচ্চ ও সর্বনিম্ন বাড়িভাড়া নির্ধারণের জন্য সরকারকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।

বাড়িওয়ালাদের দাবি- গৃহকর পরিশোধ করা, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, গৃহনির্মাণ ঋণের সুদের হার বৃদ্ধি, দফায় দফায় বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধির কারণে বাড়ি ভাড়া বাড়ানো হচ্ছে। করোনার কারণে গত দুই বছর অনেক বাড়িওয়ালাই বাসা ভাড়া বাড়ায়নি।

জানা গেছে, যোগাযোগের সুবিধা সম্বলিত এলাকায় বাসা ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। নগরের জামালখান, হেমসেন লেইন, আন্দরকিল্লা, পাথরঘাটা, এনায়েতবাজার, লালখান বাজার, চন্দনপুরা, চকবাজার, মুরাদপুর, নাসিরাবাদ, আগ্রাবাদ, বারিক বিল্ডিং, সল্টগোলা, ইপিজেড এলাকায় গত কয়েক বছরে ভাড়া বেড়েছে ৪০ শতাংশ। এরই মধ্যে পড়েছে বাসা বদলের হিড়িক। নতুন বছরের শুরুতেই বেশি ভাড়া দিতে না পারার কথা জানিয়ে সীমিত আয়ের মানুষ খুঁজছেন কিছুটা কম ভাড়ার বাসা।

নন্দনকানন এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী মির্জা গালিব বললেন সেই কষ্টের কথা। ‘যে হারে বাসা ভাড়া বাড়ছে এতে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে। বেতনের অর্ধেকের বেশি চলে যায় বাসা ভাড়া দিতে। অবশিষ্ট টাকায় খাওয়া, সন্তানের পড়ালেখা, চিকিৎসাসহ নানান খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। বাসা ভাড়া নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ নেই। মাসের ৫ তারিখের মধ্যে ভাড়া চায়। অথচ বেতন পেতেই চলে যায় ১০ তারিখ। বাড়িওয়ালা কথায় কথায় বাসা ছাড়তে খবর পাঠায়। সংস্কার করে দেয় না নষ্ট হয়ে যাওয়া দেওয়াল কিংবা সামগ্রী’।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »