রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুজন মিয়া
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ১:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুজন মিয়া

বিডি ২৪ অনলাইন নিউজ: ৩৬ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের খবরে উল্লসিত ছিল গোটা জাতি। রাজধানী ঢাকার উত্তরায়ও চলছিল বিজয় মিছিল। গণ-আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটার খবরে উচ্ছ্বাসে মেতে উঠেছিল সবাই। সেই আনন্দে মেতে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান সুজন মিয়াও (৩৫) মিছিলে যোগ দিতে বাড়ি থেকে বের হন। যোগ দেন মিছিলে। আর সেই মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি।

আশুলিয়া এলাকায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে অল্প বেতনের চাকুরে সুজন মিয়ার জন্ম গাইবান্ধা সদর উপজেলার এক দরিদ্র পরিবারে। ছোটবেলায় বাবাকে হারান। মায়ের দ্বিতীয় বিয়ের পর বড় হয়েছেন দাদির কাছে। ১৫ বছর আগে নাম লাইজু বেগমের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তিনি আশুলিয়ার একটি গার্মেন্টসে জুনিয়র অপারেটর হিসেবে চাকরি করতেন। তাদের দুই সন্তান মেয়ে সুমাইয়া আক্তার সুমনা (১২) এবং ছেলে মোহাম্মদ নাহিদ খন্দকার (১০)।

সেদিন দুপুরে অন্য দিনের মতো মালামাল ডেলিভারি দিয়ে সুজন মিয়া একটু আগে বাসায় ফেরেন। স্ত্রী লাইজু বেগম কক মুরগি, পুঁইশাক আর রুই মাছ রান্না করেছিলেন।

দুজনে একসাথে বসে খাচ্ছিলেন। বাচ্চারা তখনও মাদ্রাসায়। টিভিতে চোখ রেখেই হঠাৎ শেখ হাসিনার দেশত্যাগের খবর দেখতে পান। ভাত রেখেই বিজয় মিছিলে যাওয়ার জন্য উঠে দাঁড়ান। স্ত্রী বাধা দেন। তখন তিনি বলে ওঠেন, ‘আজ আর কিছু হইতো না, আজকে বিজয় মিছিল। আজ শেখ হাসিনা পালাইছে। আজকে আনন্দের দিন।’

স্ত্রীর বাধার মুখে তিনি বলেন, ‘তুমি বুঝবা না, সবাই রাস্তায়, আমি কীভাবে ঘরে বসে থাকি? বলে লুঙ্গি পরে মোবাইল না নিয়েই বেরিয়ে যান বাড়ি থেকে। কিন্তু আর ফিরে আসা হয়ান তার।

স্বামী বাইরে যাওয়ার পর স্ত্রী লাইজু বেগম অপেক্ষা করেন, সারারাত। ভেবেছিলেন, স্বামী ফিরবেন, হয়তো কোথাও আছেন, ফোন নেই বলেই যোগাযোগ হচ্ছে না। কিন্তু রাত যত গভীর হয় তার ফেরার সম্ভাবনা কমতে থাকে। কোনভাবে ছটফট করে রাতটা কাটিয়ে দেন।

পরদিন ভোরে শুরু হয় নিরন্তর খোঁজখবর নেওয়া। উত্তরা পূর্ব থানায় গিয়ে দেখেন সেখানে আগুন লেগেছে, পুলিশও নেই। সেখানে দায়িত্বে থাকা তিনজন সেনাসদস্যের পরামর্শে প্রথমে কুইন মেডিকেল ও পরে বাংলাদেশ মেডিকেলে খোঁজ নেন। আহতদের খাতা, মৃতদের নাম সব ঘেঁটে এক পর্যায়ে একটি সুজন নাম পেয়ে একটু আশ্বস্ত হন।

কিন্তু ফোন করে বুঝতে পারেন, সেটা তার স্বামী নয়।হতাশ হয়ে ফিরে আসার পথে এক নার্স জানান, আরেকটি লাশ আছে। অনেক তর্ক-বিতর্কের পর সেই লাশ দেখতে পান লাইজু বেগম। কাপড় সরিয়ে বুঝতে পারেন, এটাই তার স্বামী। সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

লাশ নিয়ে ডেথ সার্টিফিকেটের জন্য টঙ্গি মেডিকেলে নেওয়া হয়। সেখানে শুরু হয় হয়রানি। চলে পোস্টমর্টেম করানো লাগবে বলে টাকা আদায়ের চেষ্টা। শেষমেশ জোর করে লাশ নিয়ে বাড়ি ফেরেন। একই রাতে ঢাকায় জানাজা শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানাজার দিন পুরো গ্রাম শোকে ভেঙে পড়ে। সুজন মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সুজন মিয়া ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যু পরিবারের জন্য নিদারুণ কষ্ট বয়ে এনেছে। গার্মেন্টসের অল্প আয় নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

স্ত্রী লাইজু বেগম বলেন, আমার স্বামী দেশের জন্য জীবন দিয়েছেন। আমার সন্তানরা বাবা হারিয়েছে, তাদের পড়াশোনা চালানোর মতো কোনো সম্বল নেই। সরকার যদি শহীদের এতিম সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়, অন্তত আমি তাদের মানুষ করতে পারব।

শহীদ সুজনের স্ত্রী জানান, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে দুই ধাপে আট লাখ টাকা, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দুই লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে এক লাখ টাকা এবং জেলা পরিষদ দুই লাখ টাকা আর্থিক সহায়তা করা হয়।

চাচাতো ভাই সৈয়দ উলফাত হোসেন বলেন, আমরা একসঙ্গে বড় হয়েছি। সে আমার ভাইয়ের মতো ছিল। ছোট থেকেই শান্ত ও ভালো স্বভাবের মানুষ। মিছিলে যাওয়ার আগেও তার সঙ্গে কথা হয়েছিল। সে আমাকে সাবধানে থাকতে বলেছিল, অথচ নিজেই মিছিলে গিয়েছিল এবং শহীদ হয়ে ফিরে এসেছে।

শহীদ সুজন মিয়া আর ফিরে আসবেন না। তবে তার স্ত্রী-সন্তান ও পরিবারের আকুতি এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। তারা চান বিচার, মর্যাদা ও রাষ্ট্রের শহীদের যথাযথ স্বীকৃতি। কারণ স্বাধীনতা মানে শুধু পতাকা বদল নয়, এটি মানুষের জীবন ও মর্যাদার নিরাপত্তার নিশ্চয়তা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার   চট্টগ্রামের মাফিয়া ডন পাপ্পীর যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা বাতিলের আবেদন   পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতের মাঝে থাকা ডুরান্ড লাইন,দীর্ঘদিন ধরেই চলে আসছে বিতর্ক   বিতর্কিত প্রকৌশলী ইকবাল কবিরের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক   কালচারাল অফিসার অসিত বরন পালিয়ে গেল গভীর রাতে   বরিশালের এলজিইডি নির্বাহী প্রকৌশলী আতিকুল’র সঙ্গে বন্ধু ফুলকাম বাদশার স্ত্রীর পরকীয়ার অভিযোগ   মা ইলিশ বাঁচাতে জলকামান ব‌্যবহার   সুনামগঞ্জের ছাতকে সোনাই নদীর বালু লুটে প্রভাবশালী সিন্ডিকেট   বরগুনার তালতলীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে   পালিয়ে যেতে পারে বরিশাল শিল্পকলার অসিত বরন দাশ   আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের   জাতীয় নির্বাচনের তফশিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে:সিইসি   বরিশাল শিল্পকলার সেই বিতর্কিত অসিতকে এবার ব্রাহ্মণবাড়িয়াতে বদলি
Translate »